Indian Football team: ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে সুনীল ছেত্রীরা, আর্থিক অনুদানের ঘোষণা
Naveen Patnaik: ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের পরেই ভারতীয় দলের জন্য ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এক কোটি টাকা পুরস্কারমূল্যের ঘোষণা করেছিলেন।
ভুবনেশ্বর: লেবাননকে ২-০ হারিয়ে গতকাল, রবিবারই ইন্টারকন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup 2023) জিতে নিয়েছে ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। গোটা টুর্নামেন্টে একটিও গোল হজম না করেই খেতাব জিতেছে ব্লু টাইগার্সরা। এই টুর্নামেন্ট জয়ের পরেই সুনীল ছেত্রীদের জন্য বিশাল অঙ্কের পুরস্কার অর্থ ঘোষণা করেছেন ওড়িশার (Odisha) মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Naveen Patnaik)।
ম্যাচের পর সুনীলরা তখন ট্রফি নিয়ে ফটো সেশনে ব্যস্ত। মঞ্চে উঠে নবীন পট্টনায়েক ঘোষণা করেন, 'ভারতীয় দলকে অভিনন্দন। ওড়িশা সরকারের পক্ষ থেকে ১ কোটি টাকা পুরস্কার অর্থ দেওয়া হবে ভারতীয় দলকে।' নবীন আরও বলেন, 'ইন্টারকন্টিনেন্টাল কাপের মতো সম্মানজনক একটা টুর্নামেন্ট ওড়িশায় আয়োজন করতে পেরে আমি গর্বিত। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে ভারতীয় দল যে নাছোড় মনোভাব দেখিয়েছে, ওদের অভিনন্দন জানাচ্ছি।' তবে ভারতীয় ফুটবল দল এই অর্থের ২০ শতাংশ অর্থাৎ ২০ লক্ষ টাকা বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় আহতদের দান করার সিদ্ধান্ত নিয়েছে।
ওড়িশার বালেশ্বরেই ট্রেন দুর্ঘটনা (Balasore Train Accident) গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। সরকারি হিসাব অনুযায়ী ঘটনায় ২৯২ জনের মৃত্য হয়েছে, ক্ষতিগ্রস্ত হাজারেরও অধিক মানুষ। এই ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দুর্ঘটনার কবলে পড়া পরিবারগুলি যাতে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেই কারণেই এই আর্থিক অনুদানের সিদ্ধান্ত নিয়েছেন সুনীল ছেত্রীরা। ভারতীয় দলের সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, 'আমাদের জয়ের জন্য ওড়িশা সরকারের তরফে আমাদের যে আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। এই খবর জানতে পাওয়ারই গোটা দলের তরফে একত্রিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে ওই অর্থ থেকে ২০ লক্ষ টাকা আমরা এই রাজ্যে মাসখানেক আগে ট্রেন দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিদের পরিবারগুলির পুনর্বাসনের জন্য দান করব। আমরা জানি আমরা যাই করি না কেন, তা যথেষ্ট নয়। তবে আমরা আশাবাদী যে এই সামান্য অর্থ এমন কঠিন সময়ে ওই পরিবারগুলিকে একটু হলেও সাহায্য করবে।'
প্রসঙ্গত, ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে লেবাননের বিরুদ্ধে জ্বলে উঠলেন লালরিনজুয়ালা ছাংতে (Lallianzuala Chhangte)। গোল ও অ্যাসিস্ট করে দলকে জেতান তিনি। ২-০ জয় পায় ভারতীয় দল। ছাংতের পাশাপাশি গোল পান দলের অধিনায়ক সুনীল ছেত্রীও (Sunil Chhetri)।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ত্বকের এক্সফোলিয়েশন কেন প্রয়োজন? সপ্তাহে কদিন স্ক্রাব করবেন?