IND vs BAN: চোট এখনও সারেনি, ঢাকা টেস্টেও অনিশ্চিত রোহিত
IND vs BAN, 2nd Test: ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলার সময় বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন রোহিত। সেই চোট এখনও সারেনি বলে জানা গিয়েছে। সোমবার এই বিষয়ে বিবৃচতি দেওয়া হয়েছে।
ঢাকা: দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। চট্টগ্রাম টেস্টেও চোটের জন্য ছিটকে গিয়েছিলেন হিটম্যান। তাঁর বদলে দলকে নেতৃত্ব দিয়েছিলেন কে এল রাহুল (K L Rahul)। সেই ম্যাচে বড় ব্যবধানে জয়ও ছিনিয়ে নেয় ভারতীয় দল (Indian Cricket Team)। এই মুহূর্তে ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত (Indian Cricket)।
ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলার সময় বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন রোহিত। সেই চোট এখনও সারেনি বলে জানা গিয়েছে। সোমবার এই বিষয়ে বিবৃচতি দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নিয়েছে যে রোহিতকে বিশ্রাম দেওয়ার।
সূত্রের খবর, ব্যাট করতে সমস্যা না হলেও ফিল্ডিংয়ের সময় সমস্যায় পড়তে পারেন হিটম্যান। কে এল রাহুল যদিও জানিয়েছেন, ''রোহিতকে পাওয়া যাবে কি না তা হয়ত নিশ্চিত হতে পারব আগামী এক দু-দিনের মধ্যে। তবে আমার কাছে কোনও খবর নেই।''
মেসিদের শুভেচ্ছা মোদি-সচিনের
লুসেইল স্টেডিয়ামে লিওনেল মেসির স্বপ্নপূরণ। আর্জেন্তিনা (Argentina) চ্যাম্পিয়ন হতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস। অভিনন্দন বার্তার ঝড়। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে নরেন্দ্র মোদি, ভারতীয় ক্রীড়া ও রাজনৈতিক জগতের নক্ষত্ররা অভিনন্দন জানালেন আর্জেন্তিনাকে।
নরেন্দ্র মোদি ট্যুইটারে লিখেছেন, 'এই ম্যাচ বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম রুদ্ধশ্বাস ম্যাচ হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য আর্জেন্তিনাকে অভিনন্দন। গোটা টুর্নামেন্টেই ভাল খেলেছে ওরা। আর্জেন্তিনা ও মেসির লক্ষ লক্ষ ভারতীয় সমর্থক এই অসাধারণ জয়ে উৎসব করছেন'।