নিজের রণকৌশল সম্পর্কে রাসেল বলেছেন, বল দেখে সেই অনুসারে শট খেলাটাই ছিল কৌশল। ভালো শট খেলতে পারলে বাউন্ডারি হবে বলে জানতাম। (সমস্ত ছবি-বিসিসিআই)
2/9
অপরাজিত ৪৯ রানের ইনিংস ও কৃপণ বোলিং পারফরম্যান্সের জন্য রাসেল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তিনি বলেছেন, খুবই ভালো লাগছে। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ থেকে আমাদের প্রতিটা ম্যাচই ফাইনালের মতোই। তাই দলের জয়ে অবদান রাখতে পেরে খুব ভালো লাগছে।
3/9
রাহানে কেকেআরের বোলিং অ্যাটাকের প্রশংসা করে বলেছেন, ওরা খুবই ভালো বল করে আমাদের হারিয়ে দেয়।
4/9
হারের কারণ হিসেবে রাহানে বলছেন, রাসেলের ক্যাচ মিস।একইসঙ্গে বলেছেন, রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করলে জেতা সম্ভব।
5/9
অন্যদিকে, এবারের আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর রাহানে হতাশ। তিনি বলেছেন, আমাদের বোলাররা দারুণ শুরু করেছিল।এরপরও হেরে যাওয়াটা খুবই হতাশাজনক।
6/9
কার্তিক দলের বোলারদেরও প্রশংসা করেছেন। তিনি বলেছেন, বোলাররা সঠিক লাইন ও লেংথে বল করেছে। এই পর্যায়ে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। আগামী দুটি ম্যাচেও দুটি ভালো দল একে অপরের মুখোমুখি হবে।
7/9
কার্তিক বলেছেন, আমরা শুরু থেকেই চাপে ছিলাম। সেই চাপ হাল্কা করার কৃতিত্ব দিতে হয় শুভমান গিলকে। ও দারুণ কিছু শট খেলেছে। এতে আমার ওপর চাপ কেটে যায় এবং আন্দ্রে রাসেল দুরন্ত ইনিংস খেলল। এ ধরনের ম্যাচে স্কোরের থেকেও নিজের ওপর বিশ্বাস থাকাটাই আসল।
8/9
গতকাল আজিঙ্কা রাহানের দলকে হারানোর পর কেকেআর অধিনায়ক কার্তিক বলেছেন, এ ধরনের ম্যাচে স্কোরের থেকে নিজের ওপর বিশ্বাসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
9/9
আইপিএলের গতকাল এলিমিনেটর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসকে ২৫ রানে হারিয়ে কোয়ালিফায়ারে পৌঁছেছে। ফাইনালে উঠতে এবার সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে টক্কর দিতে হবে দীনেশ কার্তিকের দলকে। (সমস্ত ছবি-বিসিসিআই)