CSK vs LSG, Match Highlights : বুদ্ধিদীপ্ত বোলিং ও অধিনায়ক ধোনির ককটেল, লখনউকে ১২ রানে টেক্কা চেন্নাইয়ের
IPL 2023, CSK vs LSG:প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১৭ রান তুলেছিল চেন্নাই।
চেন্নাই : ঘরের মাঠে জয় দিয়েই প্রত্যাবর্তন। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) ইনিংস ২০৫ রানে থামিয়ে ১২ রানে ম্যাচ জিতে নিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আইপিএলের উদ্বোধনের ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে অল্প ব্যবধানে হারতে হলেও দ্বিতীয় খেলাতেই জয়ের রাস্তায় ফিরল চারবারের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন সিএসকে (CSK)। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১৭ রান তুলেছিল চেন্নাই।
রান তাড়া করতে নেমে কাইল মায়ের্সের ব্যাটিং দাপটে দুরন্ত শুরু করেছিল লখনউ। ২২ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেয়ে মায়ের্স সাজঘরে ফেরার পরই কার্যত খেই হারিয়ে খেলে এলএসজি-র ইনিংস। মায়ের্সের পাশাপাশি ক্রুণাল পাণ্ড্য (৯), অধিনায়ক কেএল রাহুল (২০) ও মার্কাস স্টোইনিসের (২১) গুরুত্বপূর্ণ চারটি উইকেট তুলে নেন মইন আলি (৪/২৬)। অধিনায়ক রাহুল ছাড়াও দীপক হুডা সকলেই ব্যাট হাতে ব্যর্থ হন। শেষপর্বে নিকোলাস পুরান ১৮ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেললেও তাঁকে ফেরান তুষার দেশপাণ্ডে (২/৪৫)। সময়মতো বোলারদের পরিবর্তন ও মহেন্দ্র সিংহ ধোনির মস্তিষ্কের সুবাদে শেষপর্যন্ত যে পিছিয়ে পড়া আর সামাল দিতে পারেনি লখনউ শিবির। শেষ পর্যন্ত ২০৫ রানে থেমে যায় লখনউয়ের ইনিংস।
দিল্লি ম্যাচে শুরু থেকেই উড দুরন্ত বোলিং করলেও চিদম্বরম স্টেডিয়ামে ঘরের মাঠে দুরন্ত শুরু করেন চেন্নাইয়ের ওপেনাররা। গুজরাত ম্যাচের ফর লখনউয়ের বিরুদ্ধেও অর্ধশতরান হাঁকান রুতুরাজ গায়কোয়াড়। ৩১ বলে ৩ টি চার ও ৪ টি ছক্কার সাহায্যে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন রুতুরাজ। তাঁর ওপেনিং সঙ্গী কনওয়েও (২৯ বলে ৪৭ রান) দুরন্ত সঙ্গত দেন। ওপেনিং জুটিতে ঝোড়ো ১০০ রানের বেশি পার্টনারশিপ জোড়েন তাঁরা। রুতুরাজকে ফিরিয়ে চেন্নাই শিবিরে প্রথম ধাক্কা দেন বিষ্ণোই (৩ /২৮)। কেরিয়ারের শততম আইপিএল ম্যাচে দুরন্ত ক্যাচ নিয়ে যার কিছুটা পরই কনওয়েকে সাজঘরের পথ ধরান ক্রুণাল পাণ্ড্য।
দুই ওপেনার ফিরে গেলেও তাঁদের তৈরি করে দেওয়া ভীতের ওপর রানের গতি আরও বাড়াতে থাকেন চেন্নাইয়ের ব্যাটাররা। শিবম দুবে (১৬ বলে ২৭ রান) ও মইন আলি (১৩ বলে ১৯ রান) রান তোলার ধারা বজায় রেখেছিলেন। যদিও প্রথম ম্যাচের পরে এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বেন স্টোকস (৮)। রবীন্দ্র জাদেজাও (৩) এদিন ব্যর্থ হন। যদিও আম্বাতি রায়াডুর ঝোড়ো ব্যাটিং ও শেষলগ্নে ধোনি-ধামাকায় ২০০ রানের গণ্ডি টপকে যায় সিএসকে। রায়াডু ২ টি চার ও ২ টি ছক্কার সাহায্যে ১৪ বলে অপরাজিত ২৭ রানের ইনিংস খেলেন। আর মার্ক উডের শেষ ওভারে নেমে চিদম্বরম মাতিয়ে দেন ধোনি। তিনি যদিও ক্রিজে ছিলেন মাত্র তিন বলই। তবে তাঁর মধ্যে প্রথম দুটো বলে দুটো ওভার বাউন্ডারি হাঁকান মাহি। ৩ বলে ১২ রানের ইনিংসের পথে আইপিএল কেরিয়ারে ৫ হাজার গণ্ডিও টপকে যান চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১৭ রানের বড় স্কোর খাড়া করে সিএসকে।
আরও পড়ুন- ফ্ল্যাশলাইটের ঝলকানি ও জোড়া ছক্কা, আইপিএলে নতুন নজির ধোনির