IPL 2023: মাহির মহিমা! ধোনি তাঁকে রান আউট করাতেও গর্বিত রাজস্থান রয়্যালস তারকা
RR vs CSK: রাজস্থান রয়্যালসের ঘরের মাঠে মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) চেন্নাই সুপার কিংস ৩২ রানে পরাজিত হয়।
জয়পুর: রাজস্থান রয়্যালসের ঘরের মাঠে মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) চেন্নাই সুপার কিংস (RR vs CSK) ৩২ রানে পরাজিত হয়। ২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭০ রানেই থামে সিএসকের ইনিংস। উক্ত ম্যাচে ব্যাট করতে না নামলেও, ধোনির করা এক রান আউটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
ধোনির পাশে নাম
রাজস্থানের হয়ে এই ম্যাচে ধ্রুব জুরেল (Dhruv Jurel) বেশ ভাল ব্যাটিং করেন। ১৫ বলে ৩৪ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু ইনিংসের শেষ ওভারে ধোনির দুরন্ত রান আউটে তাঁকে সাজঘরে ফিরে যেতে হয়। ব্যাটার দেবদূত পাডিকাল বিশতম ওভারের চতুর্থ বলে ব্যাটে-বলে সংযোগ ঘটাতে না পারলেও, বাই রান নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ৪১-র ধোনি দুরন্তভাবে বল আটকে দস্তানা পরা অবস্থাতেই নিখুঁত থ্রোয়ে উইকেট ভেঙে দেন। তখনও ক্রিজে পৌঁছতে পারেননি জুরেল। রান আউট হয়েই তাঁকে সাজঘরে ফির যেতে হয়।
কিংবদন্তি ধোনি তাঁকে রান আউট করলেও, সেটা তাঁর কাছে পরম সৌভাগ্যের বলেই দাবি করেন রাজস্থান রয়্যালসের তারকা কিপার-ব্য়াটার। তিনি বলেন, '২০ বছর পর এই ম্যাচের স্কোরকার্ডের দিকে তাকালে যখন দেখব ধোনি স্যার আমায় রান আউট করেছেন, তখন কিন্তু আমার বেশ গর্বই হবে। ধোনি স্য়ারের পাশে আমার নাম লেখা থাকবে। আমার জন্য এটাই যথেষ্ট গর্বের বিষয়।'
আরও পড়ুন: গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?
ধোনির স্মৃতিচারণা
মাঠ সিএসকে তথা ধোনির জার্সিত প্রচুর সমর্থক উপস্থিত হয়েছিলেন। ম্যাচ শেষে ধোনি নিজেও অতীতের স্মৃতিচারণা করে জানান এই মানসিংহ স্টেডিয়াম তাঁর কাছে বিশেষ অনুভূতির। এই ম্যাচের পর ধোনি বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। এই মাঠেই বিখ্যাত ১৮৩ রানের ইনিংস এসেছিলেন তিনি। তাই ম্যাচের পর ধোনি বলেন, 'এই মাঠটা আমার কাছে বিশেষ আবেগের। বিশাখাপত্তনমে আমার প্রথম শতরানের ফলে আমি আরও ১০টি ম্যাচ খেলা নিশ্চিত করতে পেরেছিলাম। কিন্তু এখানে খেলা ১৮৩ রানের ইনিংস ফলে আমার জাতীয় দলে আরও এক বছর খেলাটা পাকা হয়ে গিয়েছিল। তাই এখানে ফিরে আসাটা বরাবরাই আমার কাছে খুব স্পেশাল।'
আরও পড়ুন: জাতীয় দলে রাহানের প্রত্যাবর্তনে খুশি, ঋদ্ধিমান অবশ্য আইপিএল নিয়েই ভাবছেন