বিধ্বংসী ধোনি, রুদ্ধশ্বাস ম্যাচে আরসিবি-কে ৫ উইকেটে হারাল সিএসকে
![বিধ্বংসী ধোনি, রুদ্ধশ্বাস ম্যাচে আরসিবি-কে ৫ উইকেটে হারাল সিএসকে IPL: Blazing Dhoni, Rayudu power CSK to stunning win বিধ্বংসী ধোনি, রুদ্ধশ্বাস ম্যাচে আরসিবি-কে ৫ উইকেটে হারাল সিএসকে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/04/26003337/csk-dhoni.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেঙ্গালুরু: রুদ্ধশ্বাস ম্যাচে মঙ্গলবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৫ উইকেটে হারিয়ে দিন মহেনদ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। এদিন টসে জিতে প্রথমে কোহলিদের ব্যাট করতে পাঠান ধোনি। অধিনায়ক কোহলি (১৫ বলে ১৮) আউট হওয়ার পর কুইন্টন ডি কক (৩৭ বলে ৫৩), এবি ডিভিলিয়ার্স (৩০ বলে ৬৮) এবং মনদীপ সিংহ (১৭ বলে ৩২)-এর দৌলতে ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২০৫ রান তোলে আরসিবি। চেন্নাইয়ের হয়ে ২টি করে উইকেট দখল করেন শার্দুল ঠাকুর, ডোয়েন ব্রাভো ও ইমরান তাহির। জবাবে ১৯.৪ ওভারে ৫ উইকেট হাতে নিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই। এদিন ধোনি-বাহিনীর এই রান তাড়ার ক্ষেত্রে বড় ভূমিকা নেন অম্বাতি রায়ুডু। ৫৩ বলে ৮২ রান করেন তিনি। এছড়া, স্বভাবচিত বিধ্বংসী ইনিংস ফের একবার উপহার দেন মাহি। মাত্র ৩৪ বলে তাঁর ৭০ রানের অপরাজিত ইনিংসই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। এদিন ধোনি মেরেছেন ১টি চার। হাঁকিয়েছেন ৭টি ছক্কা। স্বাভাবিকভাবেই, ম্যাচের সেরা তিনিই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)