Nayar on Iyer: মুম্বই ম্যাচের আগে শ্রেয়স আইয়ারের ইতিবাচক মানসিকতার প্রশংসায় পঞ্চমুখ অভিষেক নায়ার
Shreyas Iyer: চলতি আইপিএলে ৪১.৮৩ গড়ে ২৫১ রান করে ফেলেছেন শ্রেয়স।
মুম্বই: চলতি আইপিএল মরশুমে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বেশ ভাল ছন্দে রয়েছে। টুর্নামেন্টের প্লে-অফের দৌড়ে রয়েছে নাইট শিবির। তবে দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) জন্য বিগত কয়েক মাস খুব একটা আহামরি কাটেনি। বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন তিনি। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও সুযোগ পাননি শ্রেয়স। তবে নাইট অধিনায়কের মানসিকতার প্রশংসায় পঞ্চমুখ দলের সহকারী কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar)।
নায়ার শ্রেয়সকে বহুদিন ধরেই চেনেন। দুইজনে ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের সাজঘরও ভাগ করেছেন। সাম্প্রতিক সময়ে প্রচুর চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেলেও শ্রেয়স কিন্তু কোনওকিছু নিয়েই অভিযোগ করেন না, দাবি নায়ারের। তিনি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, 'মানসিকভাবে আমার দেখা সবথেকে শক্তিশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম ও। ওর সঙ্গে যা যা হয়েছে এবং তা ও যেভাবে গ্রহণ করেছে, সেটাই ওর মানসিক দৃঢ়তার পরিচয় দেয়। অনেকেই এইসব বিষয় নিয়ে অভিযোগ করতে শুনেছি। কিন্তু ও এইসব বিষয় নিয়ে কিন্তু কখনও কিচ্ছু বলেনি। জীবনটাকে ভীষণ ইতিবাচকভাবে দেখে ও। বাধা, বিপত্তি যাই আসুক, তার সঙ্গে মানিয়ে নিয়ে এগিয়ে চলে।'
গত বছর পিঠের চোটের জেরে আইপিএলে খেলতে পারেননি শ্রেয়স। বিশ্বকাপের কথা মাথায় রেখে পিঠে অস্ত্রোপ্রচার সারেন তিনি। মেগা টুর্নামেন্টের শুরুটা মন্থরভাবে করলেও, ৬৬.২৫ গড়ে ৫৩০ রান করে টুর্নামেন্ট শেষ করেন শ্রেয়স। হাঁকান তিনটি হাফসেঞ্চুরি এবং দুইটি সেঞ্চুরিও। তবে বিশ্বকাপের পর লাল বলের ক্রিকেটে তাঁর পারফরম্যান্স পড়ে যায়। জাতীয় দল থেকেও বাদ পড়েন তিনি। এমন পরিস্থিতিতে পিঠের ব্যথা বাড়ায় রঞ্জি ম্যাচ খেলা থেকেও কয়েকদিন বিরত থাকতে হয় তাঁকে। সেই ব্যথা আগের থেকে অনেকটা কমেছে এবং তিনি বর্তমানে ফিট বলেই জানানা নায়ার।
নায়ার বলেন, 'কিছু কিছু জিনিস ওর নিয়ন্ত্রণের বাইরে, তবে ফিট থাকাটা নয়। আগের থেকে অনেক ভাল রয়েছে ও। মাঠে সময় কাটাচ্ছে, অনেক বেশিক্ষণ ব্যাট করছে এবং অনুশীলনে করা পরিশ্রম করছে। আমাদের ফিজিওরা ওর সঙ্গে অনেক কাজ করেছে। ওর যা প্রাপ্য সেটা থেকে বঞ্চিত হওয়ার পর ওর এই ইতিবাচক মানসিকতা প্রশংসা পাওয়ার যোগ্য। ও জানে ওকে ফেরার জন্য আরও খাটা খাটনি করে মাঠে ভাল পারফর্ম করতে হবে।'
চলতি আইপিএলে ৪১.৮৩ গড়ে ২৫১ রান করে ফেলেছেন শ্রেয়স। আজ মুম্বইয়ের ঘরের ১২ বছর পর ফের ম্যাচ জয়ের লক্ষ্যে মাঠে নামবে কেকেআর। সেই ম্যাচে দলের অধিনায়কের ব্যাট চলে কি না, সেইদিকে কিন্তু নজর থাকবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অভিশপ্ত ওয়াংখেড়েতে আজ ১২ বছর পুরনো স্মৃতি ফেরানোর চ্যালেঞ্জ নাইটদের