IND PAK Tension: অরুণ জেটলি স্টেডিয়ামে বোমাতঙ্ক, 'অপারেশন সিঁদুর' এর বদলার হুমকি
Delhi Cricket: এই মাঠই অক্ষর পটেলর নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসের হোমগ্রাউন্ড। আগামী ১১ মে গুজরাত টাইটান্সের সঙ্গে হোমম্য়াচ ছিল এই মাঠে দিল্লি ক্যাপিটালসের।

নয়াদিল্লি: একটি অজানা মেইল আইডি থেকে এল একটি মেইল। সেখানে লেখা অপারেশন সিঁদুরের বদলা হিসেবে অরুণ জেটলি স্টেডিয়াম উড়িয়ে দেওয়া হতে পারে বোমা দিয়ে। দিল্লি ডিস্ট্রিক্ট অ্য়ান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের (DDCA) কাছে শুক্রবার দুপুরে একটি মেইল আসে। সেখানেই দিল্লি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। সেই ইমেলে লেখা ছিল, ''দিল্লি স্টেডিয়াম বোমব্লাস্ট করে উড়িয়ে দেওয়া হবে। ভারতে পাকিস্তানের একটি স্লিপার সেল রয়েছে। যারা ভারতে বেশ সক্রিয়। অপারেশন সিঁদুরের বদলা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'' এর আগে ইডেন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েও মেল এসেছিল আইপিএল চলাকালিনই।
এই মাঠই অক্ষর পটেলর নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসের হোমগ্রাউন্ড। আগামী ১১ মে গুজরাত টাইটান্সের সঙ্গে হোমম্য়াচ ছিল এই মাঠে দিল্লি ক্যাপিটালসের। যদিও আপাতত আইপিএল আগামী সাতদিনের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। যুদ্ধকালিন পরিস্থিতিতে বাড়তি নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলেই জানানো হয়েছে সরকারের তরফে বিসিসিআইকে। এরপরই টুর্নামেন্ট আপাতত স্থগিত করা হয়। কিন্তু এরইমধ্যে এই বোমাতঙ্কের মেল কিছুটা হলেও চিন্তা কিন্তু বাড়িয়েছে। এর আগে কেকেআর-সিএসকে ম্য়াচের সময়ও ইডেন উড়িয়ে দেওয়ার হুমকি জানিয়ে সিএবির কাছে একটি মেল এসেছিল। যদিও সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় অত্যন্ত দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিয়ে পুলিশি প্রহরা আরও বাড়ানোর চেষ্টা করেন। সেই ম্য়াচ সুষ্ঠভাবেই সম্পন্ন করা গিয়েছিল পরে।
মোদি স্তুতি শাস্ত্রীর
রবি শাস্ত্রী প্রধানমন্ত্রী মোদিকে ভারতীয় সশস্ত্র সেনাবাহিনীর অধিনায়ক বলেও উল্লেখ করেছেন। এর সঙ্গে তিনি প্রধানমন্ত্রী মোদীকে G.O.A.T. বা সর্বকালের সেরা বলেও অভিহিত করেছেন। অর্থাৎ রবি শাস্ত্রীর মতে প্রধানমন্ত্রী মোদী সকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ।
প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী তাঁর এক্স অ্যাকাউন্টে লিখেছেন, 'আমি আমার খেলোয়াড়ি জীবনে অনেক ঐক্যবদ্ধ দল দেখেছি, কিন্তু এই প্রথমবার দেখলাম ১.৫ বিলিয়ন (দেড়শো কোটি) মানুষকে একসঙ্গে দাঁড়িয়ে লড়াই করতে দেখছি।' রবি শাস্ত্রী আরও লিখেছেন যে, আমাদের শক্তিশালী ভারত একসঙ্গে রয়েছে। মাঠে আছে, যাঁর নেতৃত্ব আমাদের ভারতীয় সেনাবাহিনি দিচ্ছে এবং এই সেনাবাহিনির অধিনায়ক হলেন প্রধানমন্ত্রী মোদি। এর সঙ্গে রবি শাস্ত্রী ত্রিবর্ণ পতাকার ছবি এবং সঙ্গে 'জয় হিন্দ' লিখেছেন।
ভারতের প্রত্যাঘাতে দিশেহারা পাকিস্তানের টার্গেট নিরীহ ভারতীয়রা। উরি, পুঞ্চে ফের গুলি-মর্টার। এক মহিলার মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ২ জন। ফিরোজপুরে ড্রোন হামলায় আহত ৩ জন।




















