Ruturaj Gaikwad: টি-টোয়েন্টিতে নতুন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রুতুরাজ, দরকার আর ৫ রান
PBKS vs CSK: চেন্নাই সুপার কিংসের জার্সিতে ২০২০ সাল থেকে খেলা শুরু করেছিলেন রুতুরাজ গায়কোয়াড। মহারাষ্ট্র ব্যাটার সেই মরশুমে মাত্র তিনটি ম্য়াচ খেলেছিলেন শেষের দিকে।

চণ্ডীগড়: অধিনায়ক হিসেবে একেবারেই খুশি হবেন না তিনি তাঁর দলের সাম্প্রতিক পারফরম্য়ান্সে। কিন্তু ব্যাটার হিসেবে নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন রুতুরাজ গায়কোয়াড। তার জন্য আর মাত্র ৫ রান করতে হবে সিএসকে অধিনায়ককে।
চেন্নাই সুপার কিংসের জার্সিতে ২০২০ সাল থেকে খেলা শুরু করেছিলেন রুতুরাজ গায়কোয়াড। মহারাষ্ট্র ব্যাটার সেই মরশুমে মাত্র তিনটি ম্য়াচ খেলেছিলেন শেষের দিকে। ২০২১ সালে অরেঞ্জ ক্যাপ ঝুলিতে পুরে নিয়েছিলেন রুতুরাজ। দখলে ছিল সেবার ৬৩৫ রান। সংযুক্ত আরব আমিরশাহিতে নিজেদের চতুর্থ আইপিএল খেতাবও জিতে নেয় সিএসকে। বর্তমানে সিএসকের অধিনায়ক হিসেবে খেলছেন। আর মাত্র ৫ রান করলেই টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নিজের ৫ হাজার রান পূরণ করবেন রুতুরাজ।
এখনও পর্যন্ত আইপিএলে মোট ৭০ ম্য়াচ খেলেছেন রুতুরাজ। ২৫০১ রান করেছেন তিনি। ১৩৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। দুটো শতরান ও ২০টি অর্ধশতরান রয়েছে ঝুলিতে। এই মরশুমে দুটো অর্ধশতরান ঝুলিতে পুরলেও, এখনও পর্যন্ত গায়কোয়াডকে নিজের সেরা ফর্মে মনে হয়নি। চারটি ম্য়াচে ১২১ রান করেছেন। আজ পাঞ্জাবের বিরুদ্ধে ম্য়াচে রুতুরাজের ব্যাট থেকে বড় ইনিংস আশা করবে সিএসকে শিবির ও তাঁদের সমর্থকরা।
চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংসের মধ্যে মুখােমুখি মহারণে এখনও পর্যন্ত চেন্নাই খানিকটা এগিয়ে। তারা ১৬-১৪ ব্যবধানে এগিয়ে রয়েছে। অর্থাৎ হলুদ জার্সিধারীরা দুটো ম্য়াচ বেশি জিতেছে। ২০২২ সাল থেকে পাঞ্জাব ও চেন্নাইয়ের মুখোমুখি মহারণে পাঁচবারের মধ্যে চারবারই জিতেছে পাঞ্জাব।
দিল্লি ম্য়াচে হেরে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু সেই ম্য়াচে মাঠে খেলা দেখতে এসেছিলেন মহেন্দ্র সিংহ ধোনির বাবা, মা। কানাঘুষো শোনা যাচ্ছিল যে ধোনি আইপিএলকে বিদায় জানাতে চলেছেন। ধোনিকে পরে যদিও বলতে শোনা যায় যে তাঁর শরীর যতদিন দেবে, তিনি ততদিনই খেলবেন এবং আগেভাগে বেশি দূরের কথা তিনি ভাবতে চাইছেন না, বরং এক এক বছর করেই এগোতে চান। আইপিএলের রেকর্ড খেতাবজয়ী অধিনায়ক বলেন, 'না এখনই সময়টা আসেনি। আমি তো আইপিএলে এখনও খেলছি। জিনিসপত্র খুব সহজ সরল রাখতেই আমি পছন্দ করি। আমি এক এক বছর করে এগোচ্ছি। আমি এখন ৪৩। আইপিএল শেষ হতে হতে ৪৪ বছর হয়ে যাবে। তো তারপর আমার সামনে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য আরও ১০ মাস সময় থাকবে। তবে সিদ্ধান্তটা আমি নেব না। সিদ্ধান্তটা নেবে আমার শরীর। তাই এক এক বছর ধরে এগোচ্ছি। দেখা যাক কী হয়।'




















