IPL 2025: পুরনো দলের বিরুদ্ধে জ্বলে ওঠার পালা রাহুল-পন্থের, লখনউ-দিল্লি মুখোমুখি মহারণে কারা এগিয়ে?
IPL 2025: লখনউ সুপারজায়ান্টসের গত কয়েক বছরের অধিনায়ক কে এল রাহুল এবার খেলবেন দিল্লি ক্য়াপিটালসের জার্সিতে। তাঁকে নেতৃত্বে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, যদিও তা তিনি ফিরিয়ে দিয়েছেন।

বিশাখাপত্তনম: আঠারোতম আইপিএলের (IPL 2025) তিনটি মহারণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। একদিকে যেমন আরসিবি, চেন্নাই ও হায়দরাবাদ জয় ছিনিয়ে নিয়েছে, অন্য়দিকে কেকেআর, রাজস্থান ও মুম্বই ইন্ডিয়ান্স তাঁদের প্রথম ম্য়াচে হেরে গিয়েছে। আজ আরও একটি নতুন লড়াই। মুখোমুখি লখনউ সুপারজায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসের দ্বিতীয় হোমগ্রাউন্ট এটি। গত মরশুমেও টুর্নামেন্টের দুটো ম্য়াচ খেলেছিল দিল্লি এই মাঠেই। এবারও দুটো ম্য়াচ তাঁরা বিশাখাপত্তনমে খেলবে। বাকি হোম ম্য়াচগুলো কোটলায় খেলবে দিল্লি।
এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ৫ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৩ বার জয় ছিনিয়ে নিতে পেরেছে লখনউ সুপারজায়ান্টস। ২ বার জয় ছিনিয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। অর্থাৎ লখনউ একটু হলেও এগিয়ে মুখোমুখি মহারণে। তার থেকেও উল্লেখযোগ্য বিষয় হল। দিল্লি ক্যাপিটালসের এতদিনের অধিনায়ক ঋষভ পন্থ এই মরশুমে লখনউয়ের অধিনায়ক। আর লখনউ সুপারজায়ান্টসের গত কয়েক বছরের অধিনায়ক কে এল রাহুল এবার খেলবেন দিল্লি ক্য়াপিটালসের জার্সিতে। তাঁকে নেতৃত্বে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, যদিও তা তিনি ফিরিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে দুটো দলের কাছেই নতুন দলে গিয়ে পুরনো দলের বিরুদ্ধে জ্বলে ওঠার পালা।
২৭ কোটি টাকা খরচ করে এবার নিলাম থেকে পন্থকে দলে নিয়েছে লখনউ সুপারজায়ান্টস। রাহুলের সঙ্গে গত মরশুমে মনোমালিন্য হওয়ার পর এই মরশুমে কর্ণাটকী ব্যাটার যে আর এই ফ্র্যাঞ্চাইজিতে থাকবেন না, তা মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছিল আগেই। সেই মতই নিলামের আগেই দল ছেড়ে দেন রাহুল। আর নিলাম থেকে তাঁকে দলে নেয় দিল্লি ক্য়াপিটালস। আবার উল্টোদিকে এবার পন্থ যে দিল্লির হয়ে আর খেলবেন না, তাও পরিষ্কার হয়ে গিয়েছিল আগেই। নিলামে তাঁকেই সবচেয়ে বেশি দাম দিয়ে কিনেছে লখনউ সুপারজায়ান্ট।
এই ম্যাচের আগে চোট আঘাতে জর্জরিত লখনউ। পেসার ময়ঙ্ক যাদব, আবেশ খান, আকাশ দীপ ফিট নন। মহসিন খান ছিটকে গিয়েছেন গোটা টুর্নামেন্ট থেকেই। তাঁর পরিবর্তে শার্দুল ঠাকুরকে নেওয়া হয়েছে দলে। অন্যদিকে দিল্লির অন্যতম শক্তি তাদের পেসাররাই। মিচেল স্টার্ক, মোহিত শর্মা, টি নটরাজন, মুকেশ কুমাররা রয়েছেন দলে। দুই স্পিনার অধিনায়ক অক্ষর পটেল ও চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। অনেকে বলছেন, দিল্লির বোলিংয়ের সঙ্গে লখনউ ব্যাটিংয়ের লড়াই।
আরও পড়ুন: মাঠেই দুবার হার্ট অ্যাটাক! বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তিকে ভর্তি করা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
