IPL 2022: আজ মুখোমুখি রাসেল-ওয়ার্নার, দিল্লি-কলকাতা ম্যাচে কারা এগিয়ে?
IPL 2022, DC vs KKR: টুর্নামেন্টের শুরুতে দুর্দান্ত পারফর্ম করেছিল ২ দলই। কিন্তু ২ দলই আচমকা টুর্নামেন্টের মাঝে খেই হারিয়ে ফেলেছে। একের পর এক ম্যাচে হারের সম্মুখিন হতে হচ্ছে।
মুম্বই: আইপিএলে আজ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে এবারের আইপিএলে খেলতে নেমেছে কেকেআর। অন্যদিকে ঋষভ পন্থের নেতৃত্বাধীন দিল্লি শিবিরও এবার একদম নতুন দল নিয়ে মাঠে নেমেছে।
মুখোমুখি মহারণে কে এগিয়ে?
এখনও পর্যন্ত ২ দলের মুখোমুখি সাক্ষাৎ: ১৯
কলকাতা নাইট রাইডার্স জয়ী: ১৬
দিল্লি ক্যাপিটালস জয়ী: ১৩
পয়েন্ট টেবিলে কে, কোথায়?
এখনও পর্যন্ত ৭টি করে ম্যাচ খেলেছে ২ দলই। তবে সাত ম্যাচের মধ্যে ৩ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে ৮ ম্য়াচের মধ্যে ৩টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
কলকাতা নাইট রাইডার্স
কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বড় সমস্যা টিম কম্বিনেশন। প্রত্যেক ম্যাচেই একাদশ ভেঙে নতুন নতুন দল তৈরি হচ্ছে। ওপেনিংয়ে ফিঞ্চ-আইয়ার, নারাইন-আইয়ার, নারাইন-ফিঞ্চ কোনও জুটিই ক্লিক করতে পারেনি। মিডল অর্ডারে একমাত্র ফর্মে রয়েছেন শ্রেয়স আইয়ার। বাকি কেউই রান পাচ্ছে না। আন্দ্রে রাসেল ঝড় গত কয়েকটি ম্যাচে সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে রাসেলের ব্যাট চলুক, চাইবেন কেকেআর সমর্থকরাও।
দিল্লি ক্যাপিটালস
দিল্লি শিবিরে করোনা আক্রান্ত হয়েছিলেন টিম সেইফার্ট ও মিচেল মার্শ। কিন্তু তাঁরা এই মুহূর্তে পুরো সুস্থ হয়ে উঠেছেন। অনুশীলনেও যোগ দিয়েছেন। ওয়ার্নার ও পৃথ্বী শ দু'জনে মিলে ওপেনিংয়ে দারুণ পার্টনারশিপ গড়ে দলকে ভরসা জোগাচ্ছেন প্রায় প্রতি ম্য়াচেই। দিল্লির বোলিং ডিপার্টমেন্টে খলিল, কুলদীপ, শার্দুল ঠাকুর ও মুস্তাফিজুর রহমন রয়েছেন।
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে এদিন বদল আসতে পারে। আগের ম্যাচে প্যাট কামিন্সকে বসিয়ে টিম সাউদিকে খেলানো হয়েছিল। তিনি সফলও হয়েছে। সেক্ষেত্রে এই দিনের ম্যাচেও খেলানো হতে পারে টিম সাউদি।
আরো পড়ুন: ইংল্যান্ডের টেস্ট দলের নতুন অধিনায়ক বেন স্টোকস