IPL 2022 Top Highlights: ফিনিশার ধোনির প্রত্যাবর্তন, দিল্লি শিবিরে করোনা নিয়ে ভয় কাটল? আইপিএলের সব খবর
IPL 2022: আইপিএলে (IPL) টানা সাত ম্যাচে হার মুম্বইয়ের। চেন্নাইকে জেতালেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। আইপিএলের সব খবর জেনে নিন এক ঝলকে।
মুম্বই: আইপিএলে (IPL) টানা সাত ম্যাচে হার মুম্বইয়ের। চেন্নাইকে জেতালেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। আইপিএলের সব খবর জেনে নিন এক ঝলকে।
মাহি মার রহা হ্যায়
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। চেন্নাই সুপার কিংসের (CSK) নেতৃত্বও ছেড়ে দিয়েছেন। নিন্দুকেরা তাতেও বলাবলি করেন, এখনও চালিয়ে যাওয়া কি যুক্তিসঙ্গত?
মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) দেখিয়ে দিলেন, পুরনো চাল ভাতে বাড়ে। বয়স, ফর্ম-সহ সমস্ত প্রশ্নকে হেলিকপ্টার শটে আরব সাগরে উড়িয়ে চেন্নাই সুপার কিংসকে রুদ্ধশ্বাস ম্যাচ জেতালেন এমএসডি। মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ১৭ রান। জয়দেব উনাদকটের প্রথম বলে ফিরে যান ডোয়েন প্রিটোরিয়াস। পরের বলে ডোয়েন ব্র্যাভো এক রান নেওয়ার পর অঙ্কটা দাঁড়িয়েছিল, ম্যাচট জিততে শেষ ৪ বলে ১৬ রান করতে হবে সিএসকে-কে। স্ট্রাইকে ধোনি। অনেকেই ভেবেছিলেন যে, স্তিমিত সময়ের ধোনি পারবেন না। বরং টানা পরাজয়ের অভিশাপ কাটিয়ে জয়ের সরণিতে ফিরবে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই।
পরের চার বলে ধোনি মারলেন ছক্কা, চার, দুই ও চার রান। ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে যেন সেই পুরনো ধোনির প্রতিফলন। যিনি ক্রিজে থাকা মানে হারার আগে না হারার মানসিকতা। অসম্ভবকে সম্ভব করে তোলার বিশ্বাস। ১৩ বলে ২৮ রানে অপরাজিত রইলেন ধোনি। সেই সঙ্গেই যেন অপরাজিত রইল কোটি কোটি ভক্তের স্বপ্ন। যে স্বপ্ন বলে, পারেন। ধোনি এখনও পারেন।
ম্যাচের শেষে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রবীন্দ্র জাডেজা বললেন, 'ধোনি গোটা বিশ্বকে দেখিয়ে দিল, ও এখনও আছে। এখনও ম্যাচ জেতাতে পারে।'
স্বস্তিতে দিল্লি
শিবিরে করোনা আতঙ্ক। একাধিক ক্রিকেটার সংক্রমিত হওয়ার খবর ভয় ধরাচ্ছে বাকি সব দলকেও। মাঠে নেমে অবশ্য দিল্লি ক্যাপিটালসের (DC) ক্রিকেটারেরা অস্বস্তির কোনও চিহ্ন দেখাননি। বরং বৃহস্পতিবার ব্রেবোর্ন স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে (PBKS) ৯ উইকেটে উড়িয়ে দিয়ে ঋষভ পন্থরা (Rishabh Pant) যেন বার্তা দিলেন, করোনাও তাঁদের মানসিকভাবে টলাতে পারেনি।
গুরুত্বপূর্ণ জয়
দলের বড় জয়ের পর দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার ললিত যাদব (Lalit Yadav) বলেছেন, 'ছন্দ তৈরি করতে এরকম জয় ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা টুর্নামেন্টের শুরু থেকে ভাল ক্রিকেট খেলছি, কিন্তু ধারাবাহিকতা দেখাতে পারছি না। তবে পাঞ্জাবের বিরুদ্ধে তিনটি বিভাগেই দাপট দেখিয়েছি। সেটাই আমাদের লক্ষ্য। খুব প্রয়োজনীয় এই জয়। দলের আত্মবিশ্বাস এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেবে এই জয়। শিবিরে একটা দারুণ আবহ তৈরি হয়ে গিয়েছে।'
নারাইন-জল্পনা
বছরের পর বছর ধরে তিনি কলকাতা নাইট রাইডার্সের (KKR) সেরা বোলিং অস্ত্র। সম্প্রতি কেকেআরের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, যতদিন আইপিএল খেলবেন, নাইট শিবিরের হয়েই খেলতে চান।
সেই সুনীল নারাইন (Sunil Narine) কি আইপিএল চলাকালীনই দল পাল্টাতে চলেছেন?
জল্পনা তৈরি হয়েছে গুজরাত টাইটান্সের একটি পোস্টে। যেখানে দেখা যাচ্ছে, হার্দিক পাণ্ড্যদের নেটে নারাইনের মতো বোলিং অ্যাকশন নিয়ে কেউ বল করছেন। ছবিতে দেখা যায়, শুভমন গিল বল করছেন। তাঁর একটি হাত পিছনের দিকে যেন লুকিয়ে রাখা। ঠিক যে অ্যাকশনে বোলিং করে থাকেন নারাইন। গুজরাত টাইটান্সের তরফে ইঙ্গিতপূর্ণভাবে লেখা হয়েছে, 'কার অ্যাকশন নকল করার চেষ্টা করছে শুভমন গিল? অনুমান করুন। কাল সঠিক উত্তর পাবেন'।
আরও পড়ুন: শেষ পর্যন্ত আইপিএলের ধারাভাষ্যকারকে মাঠে নামাতে চলেছে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স!