IPL 2023: শেষ মুহূর্তে দলে সুযোগ পেয়েই ম্যাচ জেতানো ইনিংস, উচ্ছ্বসিত দিল্লির অলরাউন্ডার আমন
Aman Hakim Khan: গুজরাতের বিরুদ্ধে ২৩ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দিল্লির হয়ে ৪৪ বলে ৫১ রানের ইনিংস খেলেন আমন হাকিম খান।
আমদাবাদ: মঙ্গলবার, ২ জুন গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে এক রুদ্ধশ্বাস ম্যাচে পাঁচ রানে জয় ছিনিয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। লিগ তালিকার শীর্ষে থাকা দলকে হারানোর ক্ষেত্রে লিগ তালিকায় শেষে থাকা দল দিল্লির ত্রাতা হয়ে উঠেন মুম্বইয়ের তরুণ অলরাউন্ডার আমন হাকিম খান (Aman Hakim Khan)।
নতুন বলে মহম্মদ শামির আগুনে বোলিংয়ে মাত্র ২৩ রানে পাঁচ উইকেট হারিয়ে এক সময় কার্যত ধুঁকছিল দিল্লি ক্যাপিটালস। সেই অবস্থা থেকে দিল্লির ত্রাতা হয়ে উঠেন আমন। সাত নম্বরে ব্যাটে নেমে ৪৪ বলে ৫১ রানের একটি পরিপক্ক ইনিংস খেলেন আমন। তাঁর ইনিংসে ভর করেই ১৩০ রান তুলে লড়াইয়ে রসদটা পায় দিল্লি।
দায়িত্ব পালনে সফল
দলের জয়ে নিজের অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত আমন। ম্যাচ শেষে তিনি বলেন, 'আমি যে কোনও পরিস্থিতিতেই এই সুযোগটাকে কাজে লাগাতে চেয়েছিলাম। আমার ইনিংসের সুবাদেই দল লড়াইয়ের রসদ পায়। তাই আমি খুবই খুশি। দল আমাকে যে ভূমিকা দেবে, সেই ভূমিকাটা যথাসাধ্য পালন করাটাই সবসময় আমার লক্ষ্য থাকে। আমার মনে হয় আমি নিজের দায়িত্বটা পালন করতে পেরেছি এবং সবথেকে গুরুত্বপূর্ণ হল এই ইনিংসে দল ম্যাচও জেতে।'
শেষ মুহূর্তে একাদশে
দলকে দুরন্ত ইনিংসে ম্যাচ জেতালেও আদপে কিন্তু আমনের এই ম্যাচ খেলার কথাই ছিল না। তিনি শেষ মুহূর্তে মিচেল মার্শের অসুস্থতার ফলেই দলের একাদশে সুযোগ পান। এই বিষয়ে কথা বলতে গিয়ে ক্যাপিটালসের অলরাউন্ডার জানান, 'আমি তো সবসময় খেলার জন্য প্রস্তুত থাকি। আমি আজ সকালেই মিচেল মার্শের অসুস্থতার বিষয়ে জানতে পারি। তাই ওর বদলে আমি খেলার সুযোগ পাই। ও কিন্তু গত ম্যাচে দারুণ একটা ইনিংস খেলেছিল। ওর অনুপস্থিতিতে সুযোগ পেয়ে আমিও ম্যাচ জেতানো ইনিংস খেলতে পারায় সন্তুষ্ট।'
এই ম্যাচ জিতলেও অবশ্য আপাতত নেট রান রেটের বিচারে লিগ তালিকায় একেবার শেষেই রয়েছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। নয় ম্যাচে তিন টি জয়ের ফলে তাঁদের দখলে রয়েছে ছয় পয়েন্ট। শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নিজেদের পরের মাঠে মাঠে নামবে দিল্লি। প্লে-অফের পৌঁছতে হলে দিল্লিকে সেই ম্যাচসহ নিজেদের গ্রুপ পর্বের বাকি সমস্ত ম্যাচই জিততে হবে।
আরও পড়ুন: ঘরোয়া পদ্ধতিতে কীভাবে দূর করবেন ব্ল্যাকহেডসের সমস্যা?