IPL 2023 Points Table : পয়েন্ট তালিকায় শীর্ষে রাজস্থান, পাঞ্জাবকে হারিয়ে পয়েন্টের বিচারে তাদের ধরে ফেলল গুজরাত
IPL 2023 : পাঞ্জাব কিংসকে হারিয়ে ৩ নম্বর জয় পেল গুজরাত শিবির। রান রেটের ভিত্তিতে তারা রাজস্থান রয়্যালস ও লখনউ সুপারজায়ান্টসের পর তিন নম্বরে।
মোহালি : জমে উঠেছে আইপিএল (IPL)। গতি পাচ্ছে পয়েন্ট তালিকার সাপ-লুডোর খেলা। পাঞ্জাব কিংস ও গুজরাত টাইটান্সের (Gujrat Titans) মধ্যে এবারের প্রতিযোগিতার ১৮ তম ম্যাচটি হয়ে গেল। দুই দলের কাছেই সুযোগ ছিল, প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে যাওয়ার। যদিও তেমনটা হয়নি। হাড্ডাহাড্ডি ম্যাচের শেষে শেষ বলের আগের বলে ৬ উইকেট ম্যাচ বের করেছে গুজরাত।
গতবারের আইপিএল চ্যাম্পিয়নরা জয়ের রাস্তায় ফিরে তাদের চার নম্বর ম্যাচে তৃতীয় জয় পাওয়ার সুবাদে পৌঁছে গিয়েছে ৬ পয়েন্টে। পয়েন্টের বিচারে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ হলেও আপাতত লিগের ক্রমতালিকায় তিন নম্বরে তারা। এই মুহূর্তে গুজরাতের রান রেট + ০.৩৪১। এদিকে + ১.৫৮৮ রান রেট ও ৬ পয়েন্টের সুবাদে এই মুহূর্তে লিগ তালিকার শীর্ষে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ৬ পয়েন্টের পাশাপাশি + ১.০৪৮ রান রেট নিয়ে এই মুহূর্তে লিগ তালিকার দু'নম্বরে রয়েছে কেএল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপারজায়ান্টস (Lucknow SuperGiants)।
এদিকে, শুক্রবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) কাছে সুবর্ণ সুযোগ রয়েছে লিগ তালিকার শীর্ষে পৌঁছে যাওয়ার। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে তারা। আপাতত ৩ ম্যাচে ৪ পয়েন্ট কেকেআরের। + ১.৩৭৫ রান রেট নিয়ে তারা রয়েছে লিগ তালিকার ৪ নম্বরে।
একঝলকে আইপিএলের বর্তমান লিগ টেবিল -
(পাঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ (১৮) পর্যন্ত।)
স্থান | দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | রান রেট |
১ | রাজস্থান রয়্যালস | ৪ | ৩ | ১ | ৬ | + ১.৫৮৮ |
২ | লখনউ সুপারজায়ান্টস | ৪ | ৩ | ১ | ৬ | + ১.০৪৮ |
৩ | গুজরাত টাইটান্স | ৪ | ৩ | ১ | ৬ | + ০.৩৪১ |
৪ | কলকাতা নাইট রাইডার্স | ৩ | ২ | ১ | ৪ | + ১.৩৭৫ |
৫ | চেন্নাই সুপার কিংস | ৪ | ২ | ২ | ৪ | + ০.২২৫ |
৬ | পাঞ্জাব কিংস | ৪ | ২ | ২ | ৪ | - ০.২২৬ |
৭ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ৩ | ১ | ২ | ২ | - ০.৮০০ |
৮ | মুম্বই ইন্ডিয়ান্স | ৩ | ১ | ২ | ২ | - ০.৮৭৯ |
৯ | সানরাইজার্স হায়দরাবাদ | ৩ | ১ | ২ | ২ | - ১.৫০২ |
১০ | দিল্লি ক্যাপিটালস | ৪ | ০ | ৪ | ০ | - ১.৫৭৬ |
আরও পড়ুন- শুভমনের দাপটে জয় গুজরাতের, নামছে নাইটরা, জরিমানা অশ্বিনের