Rinku Singh : ইডেনেও উঠল রিঙ্কু ঝড়, কেকেআরের হারেও ঝলমলে অর্ধশতরান
IPl 2023 : ৩১ বলে ৪ টি চার ও ৪ টি ছক্কার সাহায্যে অপরাজিত ৫৮ রানের ইনিংসে ফের একবার নজর কাড়লেন এই বাঁ-হাতি ব্যাটার।
কলকাতা : গুজরাত টাইটান্সের (Gujrat Titans) ম্যাচে ঠিক যেখানে শেষ করেছিলেন, সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hydrabad) বিরুদ্ধে যেন শুরু করলেন সেখান থেকেই । ছক্কা-চারের ঝুলঝুরিতে ইডেন গার্ডেন্সে ফের একবার উঠল রিঙ্কু-ঝড়। তবে ম্যাচের শেষপর্বে অল্প সময় ব্যাট করতে পেরে ঘরের মাঠে অবশ্য কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) জয়ের তরী তিরে ঠেকাতে পারলেন না রিঙ্কু সিংহ (Rinku Singh)। তবে ৩১ বলে ৪ টি চার ও ৪ টি ছক্কার সাহায্যে অপরাজিত ৫৮ রানের ইনিংসে ফের একবার নজর কাড়লেন এই বাঁ-হাতি ব্যাটার। রিঙ্কুর দুরন্ত ঝোড়ো ব্যাটিং ও নাইট অধিনায়ক নীতীশ রানার ব্যাট হাতে ছন্দে ফেরার দিনেও অবশ্য ২৩ রানে ম্যাচ হারতে হয়েছে নাইটদের।
হ্যারি ব্রুকের (Harry Brook) এবারের আইপিএলের প্রথম শতরানের সুবাদে প্রথমে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল স্কোর খাড়া করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। আন্দ্রে রাসেলের বোলিংয়ের প্রাথমিক ধাক্কা সামলে ৫৫ বলে ১২ টি চার ও ৩ টি বিশাল ছক্কার সাহায্যে অপরাজিত ১০০ রান করেন ব্রুক। বিশাল রানের বোঝা তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি কেকেআরের। নিয়মিত ব্যবধানে উইকেট খোওয়ানোর জেরে ক্রমশ বাড়ছিল চাপ। এই অবস্থায় ম্যাচ যখন অনেকটাই আয়ত্ত্বের বাইরে তখন ক্রিজে নামেন রিঙ্কু। আন্দ্রে রাসেল সাজঘরে ফেরার পর ১০.১ ওভারে মাত্র ৯৬ রানের মাথায় যখন ৫ উইকেট খুইয়ে ফেলেছে কেকেআর, তখন নামেন গুজরাত টাইটান্স ম্যাচে কেকেআরের অবিশ্বাস্য জয়ের নায়ক।
শুরুর দিকে খানিকটা সামলে নিয়ে উঠেই ফের ব্যাট হাতে ঝড় তোলেন রিঙ্কু সিংহ। ব্যাট হাতে ছন্দে ফেরা নীতীশ রাণার (৭৫) সঙ্গে দুরন্ত ৬৯ রানের পার্টনারশিপও জোড়েন তিনি। নীতীশ আউট হয়ে যাওয়ার পর একা হাতে ফের শুরু করেছিলেন লড়াই। ম্যাচ হাতের বাইরে জানলেও বেশিরভাগ ভক্তই অবশ্য ক্রিকেটের নন্দন কানন ছেড়ে যাননি শ্রেফ রিঙ্কুর ব্যাটিং দেখেই। পাহাড়-প্রমাণ রান টপকে হায়দরাবাদকে হারানো কার্যত অসম্ভব জেনেও কিন্তু হাল ছাড়েননি রিঙ্কু। বল বুঝে থাকেন চালাতে। ২৭ বলে পূর্ণ করেন অর্ধশতরান। শেষপর্যন্ত ৩১ বলে ৫৮ রানে অপরাজিত থেকে যান তিনি। কেকেআরের হার আটকানো না গেলেও রিঙ্কুর ব্যাটিং অবশ্য লম্বা লিগে আস্থার জায়গা হয়ে উঠছে নাইটভক্তদের মধ্যে।
আরও পড়ুন- গুজরাতের অখ্যাত ক্রিকেটারকে সই করাল কেকেআর, কে এই আর্য দেশাই?