PBKS vs KKR Toss Update: টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রেয়সের, দলে বড় বদল কেকেআরের, উচ্ছ্বসিত সমর্থকেরা
IPL 2025: টসের পরই কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে জানিয়ে দিলেন, পঞ্জাব কিংসের বিরুদ্ধে একাদশে বড় পরিবর্তনের পথে হেঁটেছেন তিনি।

মুল্লাপুর: নিউ চণ্ডীগড়ের মুল্লাপুর । মাঠ আয়তনে বেশ ছোট । মিসহিট হলেও বল গ্যালারিতে উড়ে যেতে পারে । আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তিন স্পিনার খেলিয়ে বাজিমাত করেছিল কলকাতা নাইট রাইডার্স । তবে মুল্লাপুরে পঞ্জাব কিংসের বিরুদ্ধে যে দলে পরিবর্তন হতে পারে, সেই ইঙ্গিত ছিলই ।
টসের পরই কেকেআর (KKR vs PBKS) অধিনায়ক অজিঙ্ক রাহানে জানিয়ে দিলেন, পঞ্জাব কিংসের বিরুদ্ধে একাদশে বড় পরিবর্তনের পথে হেঁটেছেন তিনি । এক স্পিনার কমিয়ে খেলানো হচ্ছে এক বিদেশি ফাস্টবোলারকে ।
কে সেই বিদেশি পেসার ?
অনরিক নখিয়া । দক্ষিণ আফ্রিকার ফাস্টবোলারকে ভাবা হয়েছিল মিচেল স্টার্কের বিকল্প হবেন । তবে চোটের জন্য দক্ষিণ আফ্রিকার পেসার খেলতে পারছিলেন না । অবশেষে ফিট কেকেআরের দ্রুততম পেসার । পঞ্জাব কিংসের বিরুদ্ধেই তাঁকে নামিয়ে দিচ্ছে নাইট শিবির । স্পিনার মঈন আলির পরিবর্তে । ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে বল করতে পারেন নখিয়া । পঞ্জাব ব্যাটিংয়ের অগ্নিপরীক্ষা নেবেন ।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার । যাঁর কাছে এটা জবাব দেওয়ারও ম্যাচ । কারণ, গত আইপিএলে কেকেআরকে অধিনায়ক হিসাবে চ্যাম্পিয়ন করার পরেও তাঁকে রাখার আগ্রহ দেখায়নি নাইট শিবির । মাঠেই সেই উপেক্ষার জবাব দিতে চাইবেন শ্রেয়স ।
A clash that rewrote the record books in 2024 🔥
— IndianPremierLeague (@IPL) April 15, 2025
Can #PBKSvKKR deliver another epic?
Updates ▶️ https://t.co/sZtJIQoElZ#TATAIPL | @PunjabKingsIPL | @KKRiders pic.twitter.com/LapZ5sOz35
কলকাতা নাইট রাইডার্সের একাদশ
কুইন্টন ডি'কক (উইকেটকিপার), সুনীল নারাইন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, রামনদীপ সিংহ, হর্ষিত রানা, বৈভব অরোরা, অনরিক নখিয়া ও বরুণ চক্রবর্তী ।
কলকাতা নাইট রাইডার্সের ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকা
মণীশ পাণ্ডে, অঙ্গকৃষ রঘুবংশী, রোভম্যান পাওয়েল, লুভনিথ সিসোদিয়া ও অনুকূল রায় ।
পঞ্জাব কিংসের একাদশ
প্রিয়াংশ আর্য, প্রভশিমরন সিংহ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, জশ ইংলিস, শশাঙ্ক সিংহ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কো জানসেন, জেভিয়ার বার্টলেট, অর্শদীপ সিংহ ও যুজবেন্দ্র চাহাল ।
পঞ্জাব কিংসের ইমপ্যাক্ট প্লেয়ার তালিকা
বিজয়কুমার বিশাখ, সূর্যাংশ শেড়গে, যশ ঠাকুর, হরপ্রীত ব্রার ও প্রবীণ দুবে




















