SRH vs KKR: দলের সবথেকে বড় পরাজয়ের দিনেও উজ্জ্বল নারাইন, কেকেআর জার্সিতে সর্বকালীন রেকর্ড গড়লেন সুনীল
Sunil Narine: সানরাইজার্সের বিরুদ্ধে ৪২ রানের বিনিময়ে দুই উইকেট নেন সুনীল নারাইন।

নয়াদিল্লি: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চূড়ান্ত হতাশাজনক পারফরম্যান্স। আইপিএল ইতিহাসে নিজেদের সবথেকে বড় ব্যবধানে রাজধানীতে পরাজিত হয় কলকাতা নাইট রাইডার্স (SRH vs KKR)। তবে দলের এই পরাজয়ের দিনেও উজ্জ্বল তিনি। তিনি সুনীল নারাইন (Sunil Narine)। কেকেআরের মহাতারকা। এই ম্যাচেই ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি এমন এক রেকর্ড গড়লেন, যা বিশ্বের আর কারুর নেই।
সানরাইজার্সের বিরুদ্ধে নিজের চার ওভারে ৪২ রানের বিনিময়ে দুই উইকেট নেন নারাইন। দুই সানরাইজার্স ওপেনার অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেডকে আউট করেন তিনি। এই জোড়া উইকেটের সুবাদেই নারাইন সর্বকালীন ইতিহাস গড়লেন। এক দলের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক উইকেট নেওয়ার মালিকের নাম সুনীল নারাইন। কেকেআরের হয়ে সব প্রতিযোগিতা মিলে নারাইন মোট ১৯৮টি ম্যাচ খেলেছেন, নিয়েছেন ২১০টি উইকেট। ১৩ বছরের দীর্ঘ সময়ে কেকেআর মুখ হয়ে উঠেছেন নারাইন। আর এবার সেই দলের হয়েই সর্বকালীন এই রেকর্ড গড়ে ফেললেন তিনি।
ম্যাচের প্রথমার্ধে গত বারের রানার্স আপ সানরাইজার্স হায়দরাবাদ মবিরাট রান তোলে। সৌজন্যে ট্র্যাভিস হেড (Travis Head) ও ক্লাসেন। গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে (SRH vs KKR) তিন উইকেটের বিনিময়ে ২৭৮ রানে থামল নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি। হেড ৭৬ ও ক্লাসেন অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলেন। মাত্র ৩৭ বলে তিনি সেঞ্চুরি পূরণ করেন। বল হাতে সুনীল নারাই ৪২ রানের বিনিময়ে দুই উইকেট নিলেও, বাকিরা কেকেআরের হয়ে কেউ নজর কাড়তে পারেননি। বরুণ চক্রবর্তী ৫০ রানের অধিক খরচ করেন।
সানরাইজার্সের রানের পাহাড়ের সামনে কেকেআর মুখ থুবড়ে পরে পরাজিত হয়। লক্ষ্য তাড়া করতে নেমে একেবারে তাসের ঘরের মতো ভাঙে কেকেআরের ব্যাটিং। কোনও সময়ই মনে হয়নি কেকেআর ম্যাচ জয় বা তার আশেপাশেও যেতে পারে। শেষমেশ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে (Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders) ১১০ রানে হেরে এক হতাশাজনক আইপিএল মরশুম (IPL 2025) শেষ করল কেকেআর। পাঁচ ম্যাচ পরে অবশেষে নাইটদের বিরুদ্ধে জয়ের স্বাদ পেল নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি। হেনরিখ ক্লাসেনের (Heinrich Klaasen) চোখধাঁধানো শতরানের পর বল হাতে হর্ষ দুবে ও ঈশান মালিঙ্গা নজর কাড়লেন। ১৬৮ রানে অল আউট হয়ে গেল কেকেআর। নাইটদের হয়ে মণীশ পাণ্ডে ৩৭ ও হর্ষিত রানার ৩৪ বাদে নারাইনই বলার মতো ৩১ রান করেন। বাকি মোটামুটি সবাই ব্যর্থ।




















