IPL Auction 2024: রেকর্ড দরে দলে যোগ, 'বাদশাহি' কায়দায় স্টার্ককে স্বাগত জানাল কেকেআর
Mitchell Starc: ২০১৮ সালেও কেকেআর মিচেল স্টার্ককে দলে নিয়েছিল, তবে চোটের কারণে তিনি সেই মরশুমে খেলতে পারেননি।
দুবাই: আট বছরের 'বনবাস' কাটিয়ে তিনি যখন আইপিএল নিলামে (IPL Auction 2024) প্রত্যাবর্তনের কথা যখন ঘোষণা করেছিলেন, তখন থেকেই সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছিলেন। মিচেল স্টার্ক (Mitchell Starc) অবশেষে ফিরলেন এবং ফিরলেন ইতিহাস রচনা করে। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) যোগ দিলেন বিশ্বজয়ী অস্ট্রেলিয়ান তারকা। রেকর্ড দরে স্টার্কের বিক্রি হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে।
২০১৮ সালে তাঁকে কেকেআর দলে নিয়েছিল বটে, তবে চোটের কারণে তিনি খেলতে পারেননি। এবার অবশেষে কেকেআরের জার্সিতে তাঁকে খেলতে দেখা যাবে। তাঁকে দলে নিয়ে উচ্ছ্বসিত নাইট ম্যানেজমেন্টও। দলের অন্যতম কর্ণধার শাহরুখ খানের এক সিনেমার অংশ নিয়ে স্টার্ককে স্বাগত জানানোর একটি ছোট্ট ভিডিও পোস্ট করা হয় কেকেআরের তরফে।
All of us right now 💜 pic.twitter.com/Yb4G3urtvS
— KolkataKnightRiders (@KKRiders) December 19, 2023
We won, Mr. Starc! 💜 pic.twitter.com/twJ3VmCPDl
— KolkataKnightRiders (@KKRiders) December 19, 2023
Reaction by BBL commentators when Starc got 24.75 crores in auction. pic.twitter.com/tWNOmxbROm
— Johns. (@CricCrazyJohns) December 19, 2023
Cummins and Starc in Australian Dressing Room. pic.twitter.com/lHRzzXgzL5
— Cricketopia (@CricketopiaCom) December 19, 2023
Mitchell Starc returns to IPL!#IPL2024Auction #IPL2024 #mitchelstarc
— Rohit sharma fan club (@RupeshSuthar07) December 12, 2023
pic.twitter.com/DRddDSMkB3
নিলামে অজ়ি পেসারের ন্যূনতম দর ছিল ২ কোটি টাকা। কিন্তু অজ়ি পেসার হয়তো নিজেও ভাবেননি যে, তিনি আইপিএলে আগের সব রেকর্ড ভেঙে দেবেন। কুম্বলে বলেছেন, 'আট মরশুম আইপিএলে না খেলা কেউ এই দাম পাচ্ছে, অভাবনীয়।' প্যাট কামিন্সের ২০ কোটি ৫০ লক্ষ টাকা দাম পাওয়া নিয়েও অবাক কুম্বলে। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা এক সময় বিরাট কোহলিদের কোচিং করানো কুম্বলে বলেছেন, 'কামিন্সের টি-টোয়েন্টি রেকর্ড দারুণ কিছু নয়। কীভাবে এই দাম পেল, সত্যিই কোনও ব্যাখ্যা নেই।'
কুম্বলে আরও বলেছেন, 'কেকেআরের বিদেশি ও অভিজ্ঞ পেসার দরকার ছিল। চেতন সাকারিয়াকে কিনে দারুণ করেছে। কিন্তু সাকারিয়ার অভিজ্ঞতা কম। হর্ষিত রানা, বৈভব অরোরারা থাকলেও ওদেরও অভিজ্ঞতার অভাব রয়েছে। স্টার্ক আসায় সেই সমস্যাটা মিটবে। তবে অনেক বেশি খরচ হয়েছে। চেন্নাই সুপার কিংসকে দেখুন, শার্দুল ঠাকুর ও রাচিন রবীন্দ্রকে অনেক হিসেব কষে তুলে নিয়েছে। ডারিল মিচেলকে কিনেও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে সিএসকে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: নিলামের প্রথম সেট শেষে দল পেলেন না মণীশ পাণ্ডে, করুণ নায়ার, বিদেশিদের মধ্যে স্মিথ, রুসৌ