IPL 2021: করোনার আতঙ্ক! আইপিএল থেকে সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার ৩ ক্রিকেটার
করোনা আবহে হচ্ছে আইপিএল। ভারতে যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা, তখন আইপিএল থেকে একে একে নাম প্রত্যাহার করে নিচ্ছেন অনেকে। রবিবার রাতে ও সোমবার সকালে এক ধাক্কায় চার ক্রিকেটার সরে দাঁড়ালেন আইপিএল থেকে।
আমদাবাদ: করোনা আবহে হচ্ছে আইপিএল। ভারতে যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা, তখন আইপিএল থেকে একে একে নাম প্রত্যাহার করে নিচ্ছেন অনেকে। রবিবার রাতে ও সোমবার সকালে এক ধাক্কায় চার ক্রিকেটার সরে দাঁড়ালেন আইপিএল থেকে। যাঁদের মধ্যে শুধু আর অশ্বিন ভারতীয়। বাকি তিনজনই বিদেশি। আরও তাৎপর্যপূর্ণভাবে, তিনজনই অস্ট্রেলিয়ার। অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন ও অ্যান্ড্রু টাই। এঁদের মধে জাম্পা ও রিচার্ডসন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটার। আর টাই খেলছেন রাজস্থান রয়্যালসে।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রবিবার ম্যাচ হারার পর বড় ধাক্কা খেল আরসিবি। একেবারে জোড়া ধাক্কা। 'ব্যক্তিগত কারণে' দেশে ফিরে গেলেন দুই অস্ট্রেলিয়ান তারকা অ্যাডাম জাম্পা এবং কেন রিচার্ডসন। তাঁরা এবারের আইপিএলে আর খেলবেন না। সোমবার বিরাট কোহলিদের ফ্র্যাঞ্চাইজি দলের তরফে একটি বিবৃতিতে বলা হয়, ‘ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন অ্যাডাম জাম্পা এবং কেন রিচার্ডসন। তাঁরা বাকি আইপিএলে খেলতে পারবেন না। যেভাবে সম্ভব, তাঁদের সাহায্য করতে চায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।’ তবে কী সেই ব্যক্তিগত কারণ, তা স্পষ্টভাবে জানানো হয়নি। মনে করা হচ্ছে করোনা আবহে আতঙ্কিত হয়ে পড়েই ভারত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এবার অবশ্য আরসিবি পাঁচটি ম্যাচের একটিতেও সুযোগ পাননি জাম্পা। মাত্র একটি ম্যাচে খেলেছিলেন রিচার্ডসন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, ভারতে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের মধ্যে আইপিএল ছেড়ে দেশে ফিরছেন জাম্পা এবং রিচার্ডসন। সেই সঙ্গে রাজস্থান রয়্যালসের পেসার অ্যান্ড্রু টাইও আইপিএল ছেড়ে অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার মুম্বই থেকে দোহায় উড়ে গিয়েছেন তিনি। সেখান থেকে সিডনিতে ফিরবেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার। অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, গত সপ্তাহে অস্ট্রেলিযা সরকারের তরফে ঘোষণা করা হয়, লাগামহীন করোনার সংক্রমণের জেরে ভারত থেকে প্রায় এক-তৃতীয়াংশ উড়ান বাতিল করা হবে। সেই পরিস্থিতিতে নিজের দেশের বাইরে আটকে পড়ার আশঙ্কায় টাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা নিয়ে অবশ্য দলের তরফে স্পষ্ট করে কিছু বলা হয়নি।