![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IPL 2021: ঘরবন্দি, একটা জানালাও নেই, তবু প্রীতির মন ভাল হয়ে গেল...
তিনি ঘরবন্দি। কোয়ারেন্টিনে রয়েছেন। ঘরের বাইরে বেরতে পারছেন না। বাইরের জগতকে যে দেখবেন, একটা জানালা পর্যন্ত নেই ঘরে। তাই মন খারাপ ছিল প্রীতি জিন্টার।
![IPL 2021: ঘরবন্দি, একটা জানালাও নেই, তবু প্রীতির মন ভাল হয়ে গেল... Something to Celebrate in My Quarantine Preity Zinta Reacts after PBKS thrash MI by 9 wickets IPL 2021: ঘরবন্দি, একটা জানালাও নেই, তবু প্রীতির মন ভাল হয়ে গেল...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/24/df6c9fd9cfa57e378fe532b621f36f0a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চেন্নাই: তিনি ঘরবন্দি। কোয়ারেন্টিনে রয়েছেন। ঘরের বাইরে বেরতে পারছেন না। বাইরের জগতকে যে দেখবেন, একটা জানালা পর্যন্ত নেই ঘরে। তাই মন খারাপ ছিল প্রীতি জিন্টার।
ছিল, কারণ এখন বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন বলিউড অভিনেত্রী। তাঁর বিষণ্ণতা কেটে গিয়েছে শুক্রবার আইপিএলে তাঁর দল পঞ্জাব কিংসের জয় দেখে। শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে পঞ্জাব। টানা তিন ম্যাচে হারের পর এই জয় যেন প্রীতির কোয়ারেন্টিন জীবনের সঞ্জীবনী।
খুশি পঞ্জাব কিংসের মালকিন। সোশ্যাল মিডিয়ায় প্রীতি লিখেছেন, 'অবশেষে কোয়ারেন্টিনে থাকাকালীন আনন্দ করার মতো কিছু একটা পেলাম। এক সপ্তাহ ধরে একটাও জানালা নেই এরকম একটা ধরে আবদ্ধ থাকাটা ভীষণ কঠিন। পঞ্জাব কিংসকে ধন্যবাদ একটা উত্তেজক রাত উপহার দেওয়ার জন্য। পরের দুটো ম্যাচের জন্য আগাম শুভেচ্ছা রইল। দলগত পারফরম্যান্সের জয় হল। দুর্দান্ত আর আত্মবিশ্বাসী পারফরম্যান্সের জয় হল।'
শুক্রবার শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে পঞ্জাব কিংস। সেই সঙ্গে প্লে-অফের দৌড়ে ফের ঢুকে পড়েছে পঞ্জাব। আর ব্যাট হাতে দলের জয়ের নায়ক অধিনায়ক কে এল রাহুল ও ক্রিস গেল। মুম্বইয়ের ১৩১ রান তাড়া করতে নেমে ঝকঝকে হাফসেঞ্চুরি করেন রাহুল। শুধু তাই নয়, দলকে ম্য়াচ জিতিয়ে মাঠ ছাড়েন। ৫২ বলে ৩টি চার ও ৩টি ছক্কা মেরে ৬০ রানে অপরাজিত ছিলেন রাহুল। গেলও ছিলেন মেজাজে। শুরুর দিকে দেখে খেলছিলেন। পরে হাত খোলেন। ৩৫ বলে ৫টি চার ও ২ ছক্কা মেরে ৪৩ রান করেন ক্যারিবিয়ান তারকা। ২.২ ওভার বাকি থাকতে মাত্র এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পঞ্জাব।
পঞ্জাব বোলারদের দাপটের দিন পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের ব্যাটিং বেশ অস্বস্তিতে পড়ে যায়। নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩১ রানে আটকে যায় মুম্বই। ৬ উইকেটের বিনিময়ে। একমাত্র লড়াই করেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। হিটম্যান রোহিত শর্মা ইনিংস ওপেন করতে নেমে ৫২ বলে ৬৩ রান করেন। যদিও সেই লড়াই ব্যর্থ হয়। ম্যাচ হেরে যায় মুম্বই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)