Sunil Narine: লখনউয়ে ব্যাটে, বলে অনবদ্য নারাইন ভাগ বসালেন রাসেলের কৃতিত্বে
LSG vs KKR: নারাইন লখনউয়ের বিরুদ্ধে ব্যাট হাতে ৮১ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে এক উইকেটও নেন।
লখনউ: রবিবাসরীয় সন্ধ্যায় লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে (LSG vs KKR) ৯৮ রানের বিরাট ব্যবধানের জয়ে আরও একধাপ এগিয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। ম্যাচে ব্যাটে, বলে অনবদ্য পারফর্ম করে ম্যাচ সেরা নির্বাচিত হন সুনীল নারাইন (Sunil Narine)। এই পুরস্কারের সুবাদেই আন্দ্রে রাসেলের (Andre Russell) কৃতিত্বে ভাগ বসালেন নারাইন।
প্রথমে ব্যাট করতে নেমে নারাইন ২০৭.৬৯ স্ট্রাইক রেটে ৮১ রানের ইনিংস খেলেন নারাইন। তিনি ছয়টি চার ও সাতটি ছক্কা হাঁকান। পাশাপাশি ৩৫ বছর বয়সি তারকা বল হাতে চার ওভারে মাত্র ২২ রানের বিনিময়ে এক উইকেট নেন। এর সুবাদেই কেকেআরের হয়ে ১৫ নম্বর বার ম্যাচ সেরা নির্বাচিত হলেন নারাইন। নাইটদের হয়ে আন্দ্রে রাসেলের সঙ্গে যুগ্মভাবে এটা সর্বকালের সর্বোচ্চ। দুই ক্যারিবিয়ান তারকাদের পর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন দলের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান মেন্টর গৌতম গম্ভীর। তিনি ১০ বার কেকেআরের হয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন।
এই ম্যাচেই আইপিএলের ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসাবে ব্যাটে দেড় হাজার রান ও বল হাতে দেড়শো উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করলেন নারাইন। সব মিলিয়ে তাঁর দখলে মোট ১৫০৭ রান ও ১৭৬ উইকেট রয়েছে।
For his explosive opening act, Sunil Narine Bags the Player of the Match Award in Match 5️⃣4️⃣ 🏆
— IndianPremierLeague (@IPL) May 5, 2024
Scorecard ▶️ https://t.co/CgxfC5H2pD#TATAIPL | #LSGvKKR pic.twitter.com/zbWMQcRKZj
প্রথমে ব্যাটিং করতে নেমে কেকেআর বোর্ডে তুলেছিল ২৩৫/৬। লখনউয়ের একানা স্টেডিয়ামে এটাই টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ স্কোর। এর আগে লখনউয়ে এমনকী, টি-টোয়েন্টি ম্যাচে দুশো রানও ওঠেনি। যা সম্ভব করে দেখালেন সুনীল নারাইন। ৩৯ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। সঙ্গত করলেন কখনও ফিল সল্ট (১৪ বলে ৩২ রান), কখনও রামনদীপ সিংহ (৬ বলে অপরাজিত ২৫ রান)। ২৩৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৬.১ ওভারে মাত্র ১৩৭ রানে গুটিয়ে গেল লখনউ। ৯৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এল কেকেআর। নারাইন বল হাতে ১ উইকেট নিলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ম্যাচে তাঁকে সাজঘরে ফিরিয়েছিলেন, ম্যাচ শেষে সেই কোহলির থেকেই বিশেষ উপহার পেলেন নুর