Laxman to Coach India: দ্রাবিড় থাকতেও জাতীয় দলের কোচ হচ্ছেন লক্ষ্মণ? জানুন আসল ঘটনা
Team India: আইপিএলের পরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে মেন ইন ব্লু-র সঙ্গে কোচ হিসাবে থাকতে পারেন ভি ভি এস লক্ষ্মণ। যিনি এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান।
মুম্বই: টিম ইন্ডিয়ার (Team India) জন্য কি এবার দুই কোচের ব্যবস্থা করছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)?
প্রোটিয়া পরীক্ষা
আইপিএলের পরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে মেন ইন ব্লু-র সঙ্গে কোচ হিসাবে থাকতে পারেন ভি ভি এস লক্ষ্মণ। যিনি এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান।
কিন্তু কেন? কারণ, সেই সময়ে বিরাট কোহলি, রোহিত শর্মাদের নিয়ে ইংল্যান্ডে ব্যস্ত থাকবেন রাহুল দ্রাবিড়। ভারতীয় বোর্ড সূত্রে খবর, দ্রাবিড়ই নাকি তাঁর অনুপস্থিতিতে টি-টোয়েন্টি দলের জন্য কোচ হিসাবে লক্ষ্মণের নাম প্রস্তাব করেছেন। লক্ষ্মণ সেই প্রস্তাবে রাজিও হয়েছেন।
জাতীয় দলের দায়িত্ব এ বার তুলে দেওয়া হচ্ছে ভিভিএস লক্ষ্মণের হাতে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ভারত। সেই দলের কোচিং করাবেন লক্ষ্মণ। পাশাপাশি তাঁর কোচিংয়ে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ২ ম্যাচের একদিনের সিরিজেও কোচিং করানোর কথা লক্ষ্মণের।
বিলেতেও দল
১ জুলাই থেকে শুরু হওয়া একটি টেস্ট খেলতে ইংল্যান্ডে যাবে ভারত। গত বছর শুরু হওয়া এই সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়েও রয়েছে। কিন্তু তার পর করোনার জন্য সিরিজ স্থগিত হয়ে যায়। তখন একটি ম্যাচ বাকি ছিল। স্থগিত হয়ে যাওয়া সেই ম্যাচটি খেলতেই ১৫ বা ১৬ জুন ইংল্যান্ডে উড়ে যাবেন রোহিত শর্মারা। সেখানে আবার ২৪ জুন থেকে লিস্টারশায়ারের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।
এ দিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ শুরু হবে ৯ জুন থেকে। প্রথম ম্যাচ দিল্লিতে। তার পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে কটক (১২ জুন), বিশাখাপত্তনম (১৪ জুন), রাজকোট (১৭ জুন) ও বেঙ্গালুরুতে (১৯ জুন)। তার পরেই আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে দু’টি একদিনের ম্যাচের সিরিজ রয়েছে। এই দুই সিরিজে কোচের ভূমিকায় দেখা যেতে পারে লক্ষ্মণকে। প্রসঙ্গত আগামী ২৩ মে দু’টি দলই নির্বাচন করা হবে বলে জানা গিয়েছে।
বেনজির নয়
এর আগেও অবশ্য একই সঙ্গে ভারতের দু’টি দল দু’জায়গায় খেলেছে। তখন একটি দলের কোচ ছিলেন রবি শাস্ত্রী। দ্বিতীয় দলটি খেলেছিল দ্রাবিড়ের কোচিংয়ে। শ্রীলঙ্কা শিখর ধবনের নেতৃত্বে ভারতের যে দল সীমিত ওভারের সিরিজ খেলেছিল, সেই দলের কোচ ছিলেন দ্রাবিড়। তাই ভারতীয় ক্রিকেটে এটি নতুন ঘটনা নয়।
আরও পড়ুন: এএফসি কাপে গোকুলমের কাছে বিধ্বস্ত এটিকে মোহনবাগান