INd vs SA: ''ওকে স্বাধীনভাবে ছেড়ে দাও'', কার উদ্দেশে এই কথা বললেন সহবাগ?
INd vs SA: কোনো বিতর্কিত ইস্যুতে মুখের উপর সমালোচনা হোক বা তরুণ ক্রিকেটারদের হয়ে গলা ফাটানো, সবেতেই সামনে থেকে এগিয়ে এসেছেন বীরেন্দ্র সহবাগ (virendra sehwag)।
নয়াদিল্লি: মাঠে তিনি যখন নামতেন বোলারদের কাঁপুনি ধরিয়ে দিতেন। ক্রিকেট ছাড়ার পর ট্যুইটারে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। কোনো বিতর্কিত ইস্যুতে মুখের উপর সমালোচনা হোক বা তরুণ ক্রিকেটারদের হয়ে গলা ফাটানো, সবেতেই সামনে থেকে এগিয়ে এসেছেন বীরেন্দ্র সহবাগ। এবার ভারতীয় ক্রিকেট দলের তরুণ উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থের হয়ে গলা ফাটালেন নজফগড়ের নবাব। কেপটাউন টেস্টে পন্থের ব্যাটিংয়ে মুগ্ধ বীরু। ম্যাচের তৃতীয় দিন পন্থের লড়াকু অপরাজিত শতরান দেখে প্রাক্তন ভারতীয় ওপেনার নিজের স্টাইলেই তাঁর প্রশংসা করেন। ট্যুইটারে সহবাগ লেখেন, ''এই ছেলেটিকে স্বাধীনভাবেই ছেড়ে দেওয়া হোক। টেস্ট ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ম্যাচ উইনার ও।''
Is ladke ko free hi chhod do. One of the biggest match winners in Test Cricket round the world #RishabhPant
— Virender Sehwag (@virendersehwag) January 13, 2022
পন্থের যে ইনিংসের প্রশংসায় মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। তিনি ট্যুইট করেছেন, 'কঠিন পরিস্থিতিতে অসাধারণ ইনিংস। ওয়েল ডান'। পন্থের ইনিংস দেখে মুগ্ধ ভি ভি এস লক্ষ্মণও। তিনি ট্যুইট করেছেন, 'অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে এর আগে টেস্টে সেঞ্চুরি করেছে আর সেই তালিকায় যুক্ত হল কেপ টাউনের ইনিংস। প্রতিআক্রমণ করে এত ভাল ইনিংস কারও দেখা অন্যতম সেরা। ভারতকে ম্যাচে রাখল। তোমাকে সেলাম'।
তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে একটা সময় ভারতের স্কোর দাঁড়ায় ৫৮/৪। ঠিক যখন মনে করা হচ্ছিল যে, দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে আত্মসমর্পণ করবে ভারতীয় ব্যাটিং, তখনই পাল্টা লড়াই শুরু করেন ঋষভ। এদিনের আগে পর্যন্ত প্রথম একাদশে যাঁর জায়গা নিয়েই প্রশ্ন উঠছিল বারবার। খারাপ শট খেলে বারবার উইকেট ছুড়ে দিয়ে আসায় প্রবল সামলোচনার মুখে পড়েছিলেন। বলা হচ্ছিল, আর কত সুযোগ দেওয়া হবে তাঁকে! ঋদ্ধিমান সাহাকে প্রথম একাদশে খেলানোর দাবিও জোরাল থেকে জোরালতর হচ্ছিল। সব সমালোচনার জবাব দিলেন পন্থ। তাঁর ১৩৯ বলে অপরাজিত ১০০ রানের ইনিংসে রয়েছে ছটি চার ও চারটি ছক্কা।
আরও পড়ুনঃ ফোবর্সের তালিকায় বিশ্বের সবচেয়ে দামি মহিলা অ্যাথলিট নাওমি ওসাকা