SC East Bengal News: আইএসএলে ব্যর্থতার দায় নিয়ে বড় সিদ্ধান্ত ইস্টবেঙ্গল অধিনায়কের
ISL News: আইএসএলের (ISL 2021-2022) মাঝপর্বে বড় সিদ্ধান্ত নিলেন অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya)। এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) নেতৃত্ব ছাড়লেন বাংলার গোলকিপার।
কলকাতা: আইএসএলের (ISL 2021-2022) মাঝপর্বে বড় সিদ্ধান্ত নিলেন অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya)। এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) নেতৃত্ব ছাড়লেন বাংলার গোলকিপার।
আইএসএলের ১১টি ম্যাচ খেলে ফেলেছে এসসি ইস্টবেঙ্গল। এখনও জয় অধরা। ছ'টি ম্যাচ লাল-হলুদ বাহিনী ড্র করেছে। পাঁচটি ম্যাচে তারা হেরেছে। এই পরিস্থিতিতে লাল-হলুদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন অরিন্দম ভট্টাচার্য। নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর দিয়েছেন। লিখেছেন, 'ফুটবল বরাবর সৎভাবে খেলে এসেছি। এই মুহূর্তে আমার চারপাশের পরিস্থিতির জন্য আমি এসসি ইস্টবেঙ্গলের নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। তবে বরাবরের মতোই মাঠে নামলে জার্সির জন্য, ক্লাব ও সমর্থকদের জন্য আমি নিজের একশো শতাংশ দেব। মাঠের বাইরে থাকলে সবরকমভাবে সাহায্য করব। যতটা ভালভাবে সম্ভব মরসুমটা শেষ করা যাক'।
এদিকে, এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) বেশ কয়েকজন ফুটবলার করোনা আক্রান্ত। সংক্রমণ ছড়িয়েছে বেশ কয়েকটি দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফেদের মধ্যেও। যার জেরে বাতিল হচ্ছে একের পর এক ম্যাচ। আইএসএল (ISL) আয়োজকদের তরফে বলা হচ্ছে, বাতিল হওয়া ম্যাচগুলি নতুন দিন ঘোষণা করে আয়োজনের চেষ্টা করা হবে।
আরও পড়ুন: করোনার ধাক্কায় বেসামাল আইএসএলে নতুন পয়েন্ট পদ্ধতির ভাবনা
কিন্তু সেটা কি আদৌ সম্ভব? আইএসএল আয়োজকদের সঙ্গে কথা বলে যা নির্যাস পাওয়া যাচ্ছে, সেখানে উঁকি মারছে অন্য সম্ভাবনা। টুর্নামেন্টের ঠাসা ক্রীড়াসূচির মধ্য়ে নতুন করে ম্যাচ আয়োজনের সম্ভাবনা কার্যত নেই বলেই মনে করা হচ্ছে। বরং বাতুল হওয়া ম্যাচগুলির জন্য নতুন পয়েন্ট সিস্টেম চালু করা নিয়ে জোর আলোচনা চলছে। কীরকম?
শোনা গেল, যদি বাতিল হওয়া কোনও ম্যাচে দুই দলেরই ফুটবলারদের করোনা হয়ে থাকে, এবং মাঠে নামানোর জন্য দুই দলের কাছে অন্তত ১৫ জন করে মোট তিরিশ জন করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়া ফুটবলার না থাকে, তাহলে সেই ম্যাচকে গোলশূন্য ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে দুই দলকে এক পয়েন্ট করে দেওয়া হতে পারে।
আর যদি কোনও এক দলের ফুটবলাররা করোনায় কাবু হন? সেক্ষেত্রে অন্য দলের অন্তত ১৫ জন ফুটবলার নেগেটিভ হলে সেই দলকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হবে। দেওয়া হবে তিন পয়েন্টও। কয়েকদিন ধরেই এই পয়েন্ট পদ্ধতি নিয়ে আলোচনা চলছিল। তবে করোনার প্রকোপ বিভিন্ন দলে যেভাবে বাড়ছে, তাতে দ্রুত সেই প্রস্তাবে শিলমোহর দেওয়া হতে পারে বলেই সূত্রের খবর।