ISL 2023-24 Schedule: আইএসএলে ইস্টবেঙ্গল-মোহনবাগান লড়াই কবে? সূচি প্রকাশ হল বৃহস্পতিবার
ISL Football 2023 Schedule: আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ২০২৩-২৪ মরশুম। এই নিয়ে দশম বছরে পা দিচ্ছে আইএসএল।
কলকাতা: আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ২০২৩-২৪ মরশুম। এই নিয়ে দশম বছরে পা দিচ্ছে আইএসএল। ২১ সেপ্টেম্বর কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরল ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি-র মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে এ বারের আইএসএল।
ডিসেম্বর পর্যন্ত লিগের যে সূচি ঘোষণা করেছে আয়োজক ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড (এফএসডিএল), তাতে এ বারের আইএসএলের প্রথম কলকাতা ডার্বি হবে ২৮ অক্টোবর। ওই দিন রাত আটটা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে ভারতীয় ফুটবলের সবচেয়ে জনপ্রিয় এই দ্বৈরথ।
আইএসএলের মধ্যেই যেহেতু মুম্বই সিটি এফসি-র এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ও মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) এএফসি কাপ ম্যাচ পড়বে, তাই সেই কথা মাথায় রেখেই তাদের ম্যাচ ফেলা হয়েছে। এ ছাড়াও ভারতীয় দলের ম্যাচ রয়েছে এই সময়। ফলে এ বার টানা আইএসএল করা সম্ভব হবে না। নভেম্বরে তাই ১৭ দিন আইএসএল সাময়িক ভাবে বন্ধ থাকবে।
ডিসেম্বরের মধ্যে অবশ্য অর্ধেক ম্যাচ খেলে ফেলবে কলকাতার দুই দলই। গতবারের নক আউট চ্যাম্পিয়ন মোহনবাগান এসজি তাদের আইএসএল অভিযান শুরু করবে ২৩ সেপ্টেম্বর, ঘরের মাঠে নবাগত পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে। তার দু’দিন পরেই, ২৫ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল (East Bengal) তাদের চতুর্থ আইএসএল যাত্রার সূচনা করবে। তারাও তাদের প্রথম ম্যাচ খেলবে ঘরের মাঠে।
আইএসএলের দশম মরশুমে এ বার দলের সংখ্যা বাড়ছে। এ বার ১২টি দল খেলবে। ফলে প্রতি দলকে ২২টি করে ম্যাচ খেলতে হবে। আপাতত ১২ সপ্তাহের সূচি প্রকাশ করেছে এফএসডিএল। কারণ, জানুয়ারিতে ভারতীয় দলের এএফসি এশিয়ান কাপ রয়েছে। সে জন্য ভারতীয় দলের যে প্রস্তুতি শিবির হবে, তাতে বিভিন্ন ক্লাবকে তাদের জাতীয় শিবিরে ডাক পাওয়া ফুটবলারদের ছেড়ে দিতে হবে। তাই আপাতত ১২ সপ্তাহের সূচি প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় পর্বের সূচি প্রকাশ করা হবে পরে।
কেরল ও বেঙ্গালুরুর মধ্যে যেমন দক্ষিণী ডার্বি দিয়ে এ বারের লিগ শুরু হবে, তেমনই পশ্চিমের ডার্বি, অর্থাৎ মুম্বই সিটি এফসি ও এফসি গোয়ার মধ্যে ম্যাচ হবে ১২ অক্টোবরে ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে। গতবারের লিগশিল্ডজয়ী মুম্বই সিটি এফসি তাদের অভিযান শুরু করবে ২৪ সেপ্টেম্বর, গুয়াহাটিতে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে।
প্রথম এগারো রাউন্ডের মধ্যে মোহনবাগান এসজি-কে ঘরের মাঠে খেলতে হবে পাঁচটি ম্যাচ এবং ইস্টবেঙ্গল তাদের ঘরের মাঠে খেলবে আটটি ম্যাচ। ২৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলার পরে মোহনবাগান এসজি এ মাসে আরও একটি ম্যাচ খেলবে, বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে। সেটিও ঘরের মাঠে। অক্টোবরে মোহনবাগানকে দু’টি ম্যাচ খেলতে হবে। সাত তারিখে চেন্নাইয়ে ও ২৮ তারিখে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে, অর্থাৎ কলকাতা ডার্বিতে।
চলতি মাসে ইস্টবেঙ্গল ২৫ তারিখে প্রথম ম্যাচ খেলার পর দ্বিতীয় ম্যাচে নামবে ৩০-এ হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে। অক্টোবরের চার তারিখে তারা খেলবে বেঙ্গালুরুতে, ২১ তারিখে তারা ঘরের মাঠে এফসি গোয়ার মুখোমুখি হবে এবং ২৮ তারিখে ডার্বি।
নভেম্বরে ৮ থেকে ২৪ তারিখ পর্যন্ত আইএসএল সাময়িক ভাবে বন্ধ থাকবে। এই মাসের প্রথম দিনই সবুজ-মেরুন বাহিনীর ম্যাচ জামশেদপুরের মাঠে। এটিই এই মাসে তাদের একমাত্র ম্যাচ। ৪ নভেম্বর ইস্টবেঙ্গল ঘরের মাঠে খেলবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। ২৫ নভেম্বর তারা আরও একটি ম্যাচ খেলবে চেন্নাইয়ে।
ডিসেম্বরে মোহনবাগান এসজি খেলবে ছ’টি ম্যাচ। হায়দরাবাদ এসজি-র বিরুদ্ধে ২ তারিখে তাদের মাঠে, ৬ তারিখে ওড়িশা এফসি-র বিরুদ্ধে ঘরের মাঠে, ১৫ তারিখে নর্থ ইস্টের বিরুদ্ধে, গুয়াহাটিতে, ২০ ডিসেম্বর মুম্বইয়ে, ২৩ তারিখে ঘরের মাঠে গোয়ার বিরুদ্ধে এবং ২৭ তারিখে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ঘরের মাঠে।
ডিসেম্বরে ইস্টবেঙ্গলকে চারটি ম্যাচ খেলতে হবে। ৪ তারিখ ঘরের মাঠে নর্থ ইস্টের বিরুদ্ধে, ৯ তারিখে পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে, ১৬ তারিখে মুম্বইয়ের ঘরের মাঠে এবং ২২ তারিখে ওড়িশার বিরুদ্ধে ঘরের মাঠে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ওপেনে আলাকারাজ়ের ম্যাচ দেখতে দর্শকাসনে হাজির ধোনি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন