ISL Update: দুর্গাপুজোর পরই শুরু আইএসএল? বৈঠকে কী ইঙ্গিত?
ISL 2022: আইএসএলের (ISL) রোডম্যাপ নির্ধারণ করার জন্য বৈঠক ডাকা হয়েছিল শুক্রবার। আর সেই বৈঠকেই কি না গরহাজির থাকল ইস্টবেঙ্গল (East Bengal)!
কলকাতা: আইএসএলের (ISL) রোডম্যাপ নির্ধারণ করার জন্য বৈঠক ডাকা হয়েছিল শুক্রবার। আর সেই বৈঠকেই কি না গরহাজির থাকল ইস্টবেঙ্গল (East Bengal)!
বৈঠকে অনুপস্থিত থাকায় ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এরই মধ্যে সূত্রের খবর, আগামী ৬ অক্টোবর থেকে আইএসএল শুরু হতে পারে। অর্থাৎ দুর্গাপুজোর একাদশীতে শুরু হতে পারে ইন্ডিয়ান সুপার লিগের।
২০২২-২৩ মরসুমের আইএসএলের জন্য শুক্রবার সব দলগুলিকে বৈঠকে ডাকা হয়েছিল। এটিকে মোহনবাগান-সহ (ATK Mohun Bagan) ১০টি দলের প্রতিনিধিরা সেই বৈঠকে হাজির ছিলেন। তবে ইস্টবেঙ্গল কর্তারা ছিলেন না। কেন লাল-হলুদের কর্তারা বৈঠকে যাননি, সেটাও স্পষ্ট নয়। সেই পরিস্থিতিতে কানাঘুষো শুরু হয়েছে, তাহলে কি ইমামির সঙ্গে চূড়ান্ত চুক্তির স্বাক্ষরের ক্ষেত্রে নতুন করে কোনও জট তৈরি হয়েছে?
যদিও বৃহস্পতিবার ক্লাব তাঁবুতে কর্মসমিতির বৈঠকের পরে ইস্টবেঙ্গলের কর্তারা আশ্বাস দিয়েছিলেন, শীঘ্রই নয়া লগ্নিকারীর সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে। যে বৈঠকে ক্লাব এবং লগ্নিকারী গোষ্ঠীর আইনজীবীরা হাজির ছিলেন। লগ্নিকারী এবং ক্লাবের হাতে কত শতাংশ শেয়ার থাকবে, তা নিয়েও আলোচনা হয়েছিল। লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার বলেছিলেন, ‘সই হতে আরও দু'একদিন লাগবে। আমরা আশাবাদী শীঘ্রই ইতিবাচক কিছু হবে।’
এখনও পর্যন্ত দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে শুক্রবারের বৈঠকে ৬ অক্টোবর থেকে আইএসএল শুরু হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। সেই দিন ধরেই আপাতত এগিয়ে যাওয়া হবে বলে সূত্রের খবর। পরে সরকারিভাবে দিনক্ষণ ঘোষণা করা হবে।
ইস্টবেঙ্গলের সঙ্গে ইমামির চুক্তি কবে হবে তা এখনও অজানা। এর মধ্যেই লাল-হলুদ থেকে একের পর এক ফুটবলারের ছেড়ে যাওয়ার ঘটনা ঘটেই চলেছে। যে তালিকায় নতুন সংযোজন হীরা মণ্ডল। গত মরসুমে ভারতীয় ফুটবলারদের মধ্যে সবচেয়ে নজরকাড়া খেলোয়াড় যোগ দিয়েছেন সুনীল ছেত্রীর ক্লাব বেঙ্গালুরু এফসি-তে। অন্য় দিকে, এটিকে মোহনবাগান তিন বছর চুক্তি বাড়িয়ে নিয়েছে গোলকিপার অর্শ আনোয়ারের সঙ্গে।
আরও পড়ুন: খেলব না ছাড়ব, ভাবতে ভাবতেই বোল্ড কোহলি, এজবাস্টনে বেকায়দায় ভারত