ISL: আগের মরসুমে ১-২ ম্যাচ জিতে পরের মরসুমেই ১৫ ম্যাচ জেতা সম্ভব নয়, সাফ কথা লাল হলুদ কোচের
East Bengal : ইস্টবেঙ্গলের হয়ে দুরন্ত ছন্দে ক্লেইটন সিলভা। শেষ ছয় ম্যাচে লাল হলুদের হয়ে ছয়টি গোল করেছেন তারকা ফরোয়ার্ড স্টিফেন কনট্যান্টাইন।
কলকাতা: চলতি আইএসএল মরসুমে ইতিমধ্যেই ১৩টি ম্যাচ খেলে ফেলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। ১৩টির মধ্যে চারটি জয় ও নয়টি হারের ফলে আপাতত লিগ তালিকায় নয় নম্বরে রয়েছে লাল হলুদ। ক্রমেই ইস্টবেঙ্গলের প্লে অফে পৌঁছনোর আশা ক্ষীণ হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ গতবারের চ্যাম্পিয়ন হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে নামছে স্টিফেন কনস্ট্যান্টাইনের (Stephen Constantine) দল।
নক আউটের দৌড়ে থাকার লড়াই
লাল হলুদ ঘরের বাইরে ভাল খেললেও, ঘরের মাঠে এ মরসুমে একদমই পারফর্ম করতে পারছে না। ইতিমধ্যেই ঘরের মাঠে পাঁচটি ম্যাচ হেরেছে ইস্টবেঙ্গল। গোটা মরসুম জুড়েই একাধিকবার লিড নিয়েও শেষমেশ খালি হাতে মাঠ ছাড়তে হয়েছে কলকাতার ক্লাবটিকে। গত ম্যাচেও ক্লেটন সিলভার গোলে লাল হলুদ এগিয়ে গিয়েছিল বটে, তবে রেড মাইনার্সরা জোড়া গোল করে ম্যাচ ২-১ জেতে। নক আউটের দৌড়ে টিকে থাকতে হলে হায়দরাবাদকে হারাতেই হবে। হায়দরাবাদের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের রেকর্ড একেবারেই ভাল নয়। হায়দরাবাদের বিরুদ্ধে এখনও একবারও জয় পায়নি ইস্টবেঙ্গল। ম্যাচের এই ম্যাচেও লাল হলুদ ফের একবার গোলের জন্য তাকিয়ে দলের তারকা স্ট্রাইকার তথা মরসুমের সর্বোচ্চ গোলদাতা ক্লেটনের (১৩ ম্যাচে নয়টি গোল) দিকে।
লড়াইয়ের অঙ্গীকার
ম্যাচের আগে কনস্ট্যান্টাইন কিন্তু লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, 'আমার হাতে এখনও সাতটি ম্যাচ রয়েছে। আমরা অনেক ম্যাচেই শেষ পর্যন্ত টিকে থেকেও পরাজিত হয়েছি। তবে আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। মরসুমের শুরুতেই আমি বলেছিলাম এই দল পুনর্গঠনের জন্য অনেক কাজ করতে হবে। এমন পরিস্থিতিতে অপরাজিত দৌড়ের আশা করাটাও ভুল। এটা কোনও অজুহাত নয়, এটাই বাস্তব। বিগত দুই মরসুমে যেই দল এক বা দুইটি ম্যাচ জিতেছে তারা হঠাৎ করে পরের মরসুমে কোনও বদল ছাড়া ১৫টি ম্যাচ জিতবে, সেটা সম্ভব নয়।
রোনাল্ডোর বিরুদ্ধে মেসির জয়
সৌদি আরবে বৃহস্পতিবার প্যারিস স জরমের বিরুদ্ধে সৌদি অল স্টার একাদশ (PSG vs Saudi All-Star XI) মুখোমুখি হলেও, ম্যাচটিকে কিন্তু আদপে লিওনেল মেসি (Lionel Messi) বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) লড়াই হিসাবেই দেখা যাচ্ছিল। অনেকেই মনে করছেন এটাই ক্লাব ফুটবলের মঞ্চ সম্ভবত শেষ মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথ। সেই ম্যাচ নিয়ে তাই স্বাভাবিকভাবেই উত্তেজনার পারদ ছিল চরমে। মাঠে নামা ফুটবলাররা একেবারেই সমর্থকদের হতাশ করলেন না। দর্শকদের উপহার দিলেন নয় গোলের এক রোমহর্ষক ম্যাচ। গোল পেলেন মেসি, রোনাল্ডো উভয়েই। রোনাল্ডো ম্যাচ সেরা হলেও, ৫-৪ ম্যাচ জিতল মেসির পিএসজি।
আরও পড়ুন: আকাশ দীপের ৫ উইকেট, হরিয়ানাকে ইনিংস ও ৫০ রানে হারিয়ে শেষ আটে বাংলা