World Cup 2022: এবারের বিশ্বকাপ জয় নেমারদের জন্য সুবর্ণ সুযোগ, মনে করছেন কিংবদন্তী কার্লোস
Roberto Carlos: বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক পাঁচবার খেতাব জিতেছে ব্রাজিল। এবার সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে বলে মনে করেন কিংবদন্তী এই মিডফিল্ডার।
সাও পাওলো: শেষবার ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল ২০ বছর আগে। ২০০২ সালে সেই বিশ্বকাপজয়ী (World Cup) ব্রাজিল (Brazil Football Team) দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। সেই রবার্তো কার্লোস আশাবাদী আসন্ন কাতার বিশ্বকাপে (Qatar World Cup) বাজিমাত করবে নেমার, জেসুস, ফিরমিনোরা। বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক পাঁচবার খেতাব জিতেছে ব্রাজিল। এবার সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে বলে মনে করেন কিংবদন্তী এই মিডফিল্ডার।
বিশ্বকাপ নিয়ে আশাবাদী কার্লোস
এক সাক্ষাৎকারে আসন্ন বিশ্বকাপে ব্রাজিলেরস সম্ভাবনা নিয়ে কার্লোস বলেন, ''এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ব্রাজিল এখন দারুণ একটি দল রয়েছে। বিশ্বকাপ জেতার এখনই সময়। কারণ আমরা শেষবার ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিলাম। তবে এবারের দল নিয়ে আমি খুব আশাবাদী। আমাদের পরবর্তী সময়ে ব্রাজিল দলে অনেক ভাল ভাল ফুটবলার এসেছে। কিন্তু শিরোপা জিততে পারেনি ব্রাজিল। কোপা আমেরিকা খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে। কিন্তু বিশ্বকাপের স্বাদ সবসময়ই আলাদা।''
নেমারের প্রশংসা কার্লোসের গলায়
দলের তারকা স্ট্রাইকার নেমারের প্রশংসা শোনা গেল কার্লোসের গলায়। ২০১৪ বিশ্বকাপে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ব্রাজিলের ওয়ান্ডার কিড। রাশিয়া বিশ্বকাপে যদিও ভাল খেললেও বেলজিয়ামের বিরুদ্ধে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় সাম্বা বাহিনীকে। এবার নেমার তাঁর সেরা ফর্মে থেকেই মাঠে নামবেন বলে মনে করেন কার্লোস। তিনি বলেন, ''নেমার এবার ভাল ফর্মে রয়েছে। বিশ্বকাপেও তাকে চেনা ছন্দেই দেখতে পাওয়া যাবে। এছাড়াও দলে আরও ৪ জন ফুটবলার রয়েছেন, যাদের থামানো কিন্তু বিশ্বের যে কোনও ডিফেন্স লাইনের পক্ষেই বেশ কষ্টকর।''