ওভারে ৩১, পন্থ-আইয়ার জুটি ভাঙল সচিন-জাদেজার রেকর্ড
২০ বছর পর ভাঙল সচিন-জাদেজার রেকর্ড।
বিশাখাপত্তনম: ১৯৯৯ সালে সচিন তেন্ডুলকর ও অজয় জাদেজার গড়া এক ওভারে সর্বাধিক রান তোলার রেকর্ড ভেঙে দিল ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ার জুটি। এক ওভারে ২৮ রান, এই রেকর্ডের দৌলতেই এতদিন সচিন ও জাদেজা যুদলবন্দি ছিল ভারতীয়দের মধ্যে সবার শীর্ষে। এদিন বিশাখাপত্তনমে ক্যারিবিয়ান স্পিনার রস্টন চেসের এক ওভারে ৩১ রান তুলে সেই রেকর্ড ভেঙে দিলেন পন্থ ও আইয়ার।
আরও পড়ুন: রোহিত-রাহুলের দুরন্ত শতরানের পর কুলদীপের হ্যাটট্রিক, ১০৭ রানে জিতে সিরিজে সমতা ফেরাল ভারত
এদিন মাত্র ২৫ বলেই ৭৩ রানের যুগলবন্দি করে পন্থ ও আইয়ার জুটি। রান রেট ছিল ১৮.২৫। যা এখনও পর্যন্ত ভারতীয় যুগলবন্দির মধ্যে সর্বোচ্চ। এই রেকর্ডের তালিকায় এতদিন শীর্ষে ছিল স্টুয়ার্ট বিনি ও কেদার যাদব জুটি। ২০১৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫০ রানের পার্টনারশিপ করেন বিনি ও কেদার। তাঁদের যুগলবন্দির রান রেট ছিল ১৫.৭৮।
প্রসঙ্গত, এদিন ১৬ বলে ৩৯ রানের ইনিংস খেলেন ২১ বছরের উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। তাঁর ইনিংস সাজানো ছিল ৪টি ছয় ও ৩টি চারে। অন্যদিকে বিশাখাপত্তনমে ৩২ বলে ৫৩ রানের ইনিংস এসেছে শ্রেয়সের ব্যাট থেকে। তাঁর ঝুলিতেও এদিন ছিল ৪টি ছয় ও ৩টি চার।