Jasprit - Sanjana Photos: রূপকথার মতো... সঞ্জনার সঙ্গে ছবি দিয়ে লিখলেন বুমরা
বিয়ের পর সঞ্জনার সঙ্গে প্রথম ছবি পোস্ট করলেন যশপ্রীত বুমরা। আর মুহূর্তে সেই ছবি ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।
আমদাবাদ: বিয়ের পর সঞ্জনার সঙ্গে প্রথম ছবি পোস্ট করলেন যশপ্রীত বুমরা। আর মুহূর্তে সেই ছবি ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।
ছবি পোস্ট করার পাশাপাশি আবেগঘন বার্তাও দিয়েছেন ভারতীয় দলের পেসার। বুমরা লিখেছেন, 'গত কয়েকটা দিন যেন রূপকথার মতো। এত ভালবাসা আর শুভেচ্ছা পেয়েছি যে আমরা আপ্লুত। সকলের কাছে কৃতজ্ঞ। পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।'
বেশ কিছুদিন সম্পর্কে থাকার পর সঞ্জনার সঙ্গে বিয়ে করেছেন বুমরা। শুভ অনুষ্ঠান সম্পন্ন হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যুগলের বিয়ের নানা মুহূর্তের ছবি। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিয়েতে অতিথি তালিকা ছিল নিয়ন্ত্রিত। তবে বর-কনের সাজগোজ, কিংবা আনুসঙ্গিক অনুষ্ঠানে কোনও ঘটাতি ছিল না। বুমরার বিয়ের বিভিন্ন মুহূর্ত ফ্রেমবন্দি হয়ে এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।
সোমবার গোয়ার বিলাসবহুল রিসর্টে বসেছিল বিয়ের আসর। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। হাজির ছিলেন শুধু ঘনিষ্ঠরাই। সঞ্জনা কলকাতা নাইট রাইডার্স পরিবারের সদস্যও। কেকেআরের হয়ে অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা যায় তাঁকে। তাই বিয়েতে আমন্ত্রিত ছিলেন কেকেআরের সাপোর্ট স্টাফেরাও। যশপ্রীত ও সঞ্জনার মালাবদলের ভিডিও-ও অনুরাগীরা শেয়ার করছেন হইহই করে। বর -কনে দুজনের পরনেই ছিল গোলাপি পোশাক।
ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজের মাঝপথে সরে দাঁড়িয়েছিলেন বুমরা। বোর্ড থেকে বিজ্ঞপ্তি দিয়ে সংবাদমাধ্যমকে জানানো হয়েছিল, ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছিলেন বুমরা এবং তাঁর সেই আর্জি মঞ্জুরও করা হয়। এর কিছুদিন পরেই জানা যায় যে, বুমরা বিয়ে করছেন।
সঞ্জনা ২০১৯ বিশ্বকাপ থেকে শুরু করে আইপিএল, বিভিন্ন ক্রিকেট অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন। কলকাতা নাইট রাইডার্সের অ্যাঙ্করও তিনি। ২০১৩-তে ফেমিনা গর্জিয়াস খেতাবও জিতেছিলেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না। আরও কিছুদিন মাঠের বাইরে থাকবেন আমদাবাদের ডানহাতি পেসার। শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ভারতের দল ঘোষণা করা হয়েছে। সেই দলেও রাখা হয়নি বুমরাকে।