Joe Root Record: টেস্ট কেরিয়ারে ২৮ তম সেঞ্চুরি, বিরাট, স্মিথকে টেক্কা দিয়ে এগিয়েই চলেছেন রুট
IND vs ENG Test: ব্য়াটেও রান আসছিল না। বাধ্য হয়েই টেস্টের নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন স্টোকসের (Ben Stokes) হাতে। এরপর থেকেই কেল্লাফতে। দুরন্ত ছন্দে ফিরলেন রুট।
এজবাস্টন: ভাগ্য কখন কার কীভাবে বদলে যায়, কেউ বলতে পারে না। ঠিক এক বছর আগেও কেরিয়ারের সবচেয়ে খারাপ সময় চলছিল জো রুটের। অধিনায়ক হিসেবে একের পর এক ম্যাচ হার। ব্য়াটেও রান আসছিল না। বাধ্য হয়েই টেস্টের নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন স্টোকসের (Ben Stokes) হাতে। ব্যাস, এরপর থেকেই কেল্লাফতে। নিজে শুধু রানই পাচ্ছেন না। টেস্টে ব্যাটারদের তালিকায় শীর্ষে পৌঁছেছেন। এজবাস্টনে কেরিয়ারের ২৮ তম টেস্ট সেঞ্চুরি করে এবার টপকে গেলেন বিরাট কোহলি ও স্টিভ স্মিথকেও।
এজবাস্টনে অপরাজিত শতরান রুটের
আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে যে চার জনকে ফ্যাব ফোর মানা হয়, সেই বিরাট, স্মিথ, উইলিয়ামসন ও রুটের মধ্যে সবার আগে ২৮ তম টেস্ট সেঞ্চুরি পূরণ করলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। তার পরে রয়েছেন বিরাট ও স্মিথ। ২ জনেই ২৭টি করে টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন। উইলিয়ামসনের ঝুলিতে সেখানে রয়েছে ২৪টি সেঞ্চুরি। এমনকী পরিসংখ্যান বলছে যে ভারতের বিরুদ্ধেই টেস্টে সবচেয়ে বেশি শতরান হাঁকিয়েছেন এই ডানহাতি। মোট ২৫টি টেস্টে খেলে ৯টি সেঞ্চুরি রয়েছে রুটের ভারতের বিরুদ্ধে।
মাত্র দেড় ঘণ্টায় খেল খতম করলেন রুট-বেয়ারস্টো
হাতে সাত উইকেট। প্রয়োজন মাত্র ১১৯ রান। তাই শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজেই ব্যাট করছিলেন আগের দিন অপরাজিত থেকে ক্রিজ ছাড়া রুট ও বেয়ারস্টো। প্রথম ইনিংসে মিস করলেও দ্বিতীয় ইনিংসে শতরান মিস করেননি রুট। বরঞ্চ শতরানের পর অনেকটা টি-টোয়েন্টি খেলার মেজাজে ব্যাটিং করলেন। শেষ পর্যন্ত ১৯টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১৪২ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে প্রথম ইনিংসে ১০৬ রান করার পর দ্বিতীয় ইনিংসেও শতরান হাঁকালেন বেয়ারস্টো। তিনিও ১৫টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১১৫ রান করে অপরাজিত থেকে যান। ২ ইনিংসে শতরানের জন্য ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি।
আরও পড়ুন: এজবাস্টন টেস্ট হারের পর কী সাফাই দিলেন রাহুল দ্রাবিড়?