Jonny Bairstow: চোট সারিয়ে ৮ মাস পরে ২২ গজে ফিরলেন জনি বেয়ারস্টো
Jonny Bairstow Update: গত বছর সেপ্টেম্বরে পা ভেঙে গিয়েছিল বেয়ারস্টোর। এরপর থেকে মাঠের বাইরেই ছিলেন তিনি। এবারের আইপিএলেও তিনি খেলতে পারেননি।
লন্ডন: অবশেষে চোট সারিয়ে ২২ গজে ফিরলেন জনি বেয়ারস্টো (Johnny Bairstow)। ইংল্যান্ডের তারকা উইকেট কিপার ব্যাটার কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ারের হয়ে খেলতে নামলেন ডানহাতি এই ব্যাটার। বেয়ারস্টো ফিরে আসায় আসন্ন অ্যাশেজের (Ashesh Series) আগে কোথাও একটা বাড়তি আত্মবিশ্বাস পেয়ে গেল ইংল্যান্ড (England Cricket Team) শিবির। গত বছর সেপ্টেম্বরে পা ভেঙে গিয়েছিল বেয়ারস্টোর। এরপর থেকে মাঠের বাইরেই ছিলেন তিনি। এবারের আইপিএলেও তিনি খেলতে পারেননি। নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে খেলতে নেমে ৯৭ রানের ইনিংস খেলেন তিনি। নিজের ৮৮ বলের ইনিংসে ১৩টি বাউন্ডারি ও ২টো পেল্লাই ছক্কা হাঁকান বেয়ারস্টো। ৪ দিনের প্রতিযোগিতার প্রথম দিনে ৭ উইকেট হারিয়ে ৪৩৭ রান বোর্ডে তুলে নিয়েছে ইয়র্কশায়ার।
উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে গলফ খেলতে গিয়ে চোট পান বেয়ারস্টো। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তিনি ছিলেন। কিন্তু চোটের জন্য সেই খেলার সম্ভাবনাও শেষ হয়ে যায়। এবারের আইপিএলে পাঞ্জাব কিংসের জার্সিতে নামার কথা ছিল এই বিধ্বংসী ব্যাটারের। কিন্তু তিনি সেখানেও অংশ নিতে পারেননি। তাঁর পরিবর্তে ম্যাট শর্টকে পাঞ্জাব কিংস পরবর্তীতে দলে নেয়।
বিশ্বকাপেও কি খেলতে পারবেন না পন্থ?
আর এর মধ্যেই আরও এক দুঃসংবাদ পন্থকে (Rishabh Pant) নিয়ে। এশিয়া কাপ তো বটেই, এমনকী ওয়ান ডে বিশ্বকাপেও পন্থ খেলতে পারবেন না বলেই ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর।
সূত্রের খবর, সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ ও অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপেও খেলতে পারবেন না পন্থ। মনে করা হচ্ছে, খুব তাড়াতাড়ি হলে পরের বছরের জানুয়ারি মাসে মাঠে দেখা যেতে পারে পন্থকে।
পন্থের ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে, আর সপ্তাহ দুয়েক পর কোনওরকম সাহায্য ছাড়া হাঁটতে সক্ষম হবেন পন্থ। তাই সেপ্টেম্বর-অক্টোবর মাসের মধ্যে তাঁর ফিট হয়ে ওঠার কোনও সম্ভাবনাই নেই।
তবে মাঠের বাইরে থাকতে হলেও, এবার বড় ভূমিকায় দেখা যাবে ঋষভ পন্থকে (Rishabh Pant)। দেশের যুব সম্প্রদায়কে উৎসাহ দেবেন তিনি। আইপিএলের টিভি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস 'বিলিভ অ্যাম্বাসেডর' করেছে পন্থকে। এর আগে হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, কে এল রাহুল ও শ্রেয়স আইয়ারদের সঙ্গেও চুক্তি করতে দেখা গিয়েছে স্টার স্পোর্টসকে। এবার সেই তালিকায় যুক্ত হল পন্থের নাম। বিরাট কোহলির সঙ্গেও চুক্তি রয়েছে স্টার স্পোর্টসের।