এক্সপ্লোর
Advertisement
পারফরম্যান্সের ওঠা-পড়ার জন্য আরসিবি সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন বিরাট, এবি
আজই এবারের আইপিএল-এ শেষ ম্যাচ খেলতে নেমেছে আরসিবি। আটটি ম্যাচে হেরে আগেই বিরাটদের প্লে-অফে যাওয়ার আশা শেষ হয়ে গিয়েছে।
বেঙ্গালুরু: এবারের আইপিএল-এ হতশ্রী পারফরম্যান্সের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স। আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের আগে এক ভিডিও বার্তায় সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তাঁদের কাছে দুঃখপ্রকাশ করেন বিরাট ও ডিভিলিয়ার্স।
আজই এবারের আইপিএল-এ শেষ ম্যাচ খেলতে নেমেছে আরসিবি। আটটি ম্যাচে হেরে আগেই বিরাটদের প্লে-অফে যাওয়ার আশা শেষ হয়ে গিয়েছে। তাঁরা মাত্র চারটি ম্যাচ জিতেছেন। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। লিগ টেবলে সবার নীচে আরসিবি।
The last game of the season is here and @imVkohli and @ABdeVilliers17 want you guys to know what’s on their minds. #PlayBold pic.twitter.com/GddTgzy2Zp
— Royal Challengers (@RCBTweets) May 4, 2019
দলের এই পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই হতাশ আরসিবি সমর্থকরা। বিরাট ও ডিভিলিয়ার্স জানিয়েছেন, তাঁরাও হতাশ হয়েছেন। সমর্থকদের উদ্দেশে ডিভিলিয়ার্স বলেন, ‘সারা মরসুম ধরে সমর্থনের জন্য ধন্যবাদ। বিরাটও আমার সঙ্গে একমত হবে, গত ম্যাচটি মাত্র পাঁচ ওভারের হলেও এবং ফল না হলেও, সেটাই আমার জীবনের অন্যতম স্মরণীয় ম্যাচ। পারফরম্যান্সের ওঠা-পড়ার জন্য দুঃখিত। আশা করি শেষ ম্যাচে ভাল ফল হবে। আমাদের সমর্থন করে যান। আশা করি শেষ ম্যাচে এবং আগামী মরসুমে বিশেষ কিছু হবে।’
বিরাট বলেন, ‘এই মরসুমে একটা ম্যাচ বাকি। এই মরসুম আমাদের কাছে হতাশাজনক। তবে আগামী মরসুমে আমরা ভাল খেলার চেষ্টা করব। যে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়, সেই ম্যাচেও আপনারা তিন ঘণ্টা অপেক্ষা করেছিলেন এবং ব্যাট করতে নামার সময় আমাদের উৎসাহিত করেছিলেন। এটা আমাদের হৃদয়ে বিশেষ অনুভূতি হিসেবে থাকবে। আপনারাই সেরা সমর্থক। আপনাদের ধন্যবাদ।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement