এক্সপ্লোর
Advertisement
একদিনের ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানেই কোহলি-বুমরাহ
দুবাই: একদিনের ক্রিকেটে আইসিসি-র র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান ও বোলার-দুই বিভাগেই শীর্ষস্থান ধরে রাখলেন দুই ভারতীয় বিরাট কোহলি ও জসপ্রিত বুমরাহ। ৮৮৪ পয়েন্ট নিয়ে ব্যাটিংয়ে প্রথম স্থান ধরে রাখলেন ভারতীয় দলের অধিনায়ক। ৮৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে একদিনের দলের সহ অধিনায়ক রোহিত শর্মা।
কোহলি ও রোহিত ছাড়াও প্রথম দশে রয়েছেন ওপেনার শিখর ধবন। ৮০২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন তিনি।
বোলারদের র্যাঙ্কিংয়ে ডেথ ওভার স্পেশ্যালিস্ট বুমরাহ ৭৯৭ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন ভারতের বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব। তাঁর পয়েন্ট ৭০০। দ্বিতীয় স্থানে ৭৮৮ পয়েন্ট নিয়ে আফগান তারকা স্পিনার রশিদ খান। প্রথম দশে ঢোকার দোরগোড়ায় যজুবেন্দ্র চাহলও । তাঁর বর্তমান র্যাঙ্কিং একাদশ।
দলগত র্যাঙ্কিংয়ে ১২২ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড (১২৭)-র পর দ্বিতীয় স্থানে মেন ইন ব্লু। এক নম্বর স্থান ইংল্যান্ড ধরে রাখতে পারবে কিনা, তার পরীক্ষা হবে ১০ অক্টোবর থেকে শুরু শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে। পয়লা নম্বর স্থান ধরে রাখতে ওই সিরিজে জিততেই হবে ইংল্যান্ডকে।
ইংল্যান্ড সিরিজ হারলে ভারতের ফের এক নম্বরে উঠে আসার সুযোগ থাকছে। ভারত আগামী ২১ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। ইংল্যান্ড ও ভারত- দুই দলই পাঁচ ম্যাচের সিরিজের সব ম্যাচ জিতলে এক পয়েন্ট করে পাবে। সেক্ষেত্রে র্যাঙ্কিংয়ে নিজেদের স্থান ধরে রাখতে পারবে ইংল্যান্ড।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement