এক্সপ্লোর
সেপ্টেম্বরে আমেরিকায় কোহলি বনাম ধোনি!

নয়াদিল্লি: অনাবাসী ভারতীয়দের মধ্যে আইপিএল-এর জনপ্রিয়তার কথা মাথায় রেখে এবার ফ্র্যাঞ্চাইজিগুলিকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রদর্শনী ম্যাচ আয়োজনের কথা ভাবছে বিসিসিআই। এই ম্যাচের আকর্ষণ বাড়াতে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং একদিনের ও টি২০ দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি পরস্পরের মুখোমুখি হবেন। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, আইপিএল-এর তিনটি ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বই ইন্ডিয়ান্স ও রাইজিং পুণে সুপারজায়েন্টস মার্কিন যুক্তরাষ্ট্রে খেলার ইচ্ছা প্রকাশ করেছে। হিউস্টনকে প্রাথমিকভাবে ম্যাচের কেন্দ্র ঠিক করা হয়েছে। তিনটি ফ্র্যাঞ্চাইজি একে অপরের বিরুদ্ধে খেলবে। রবিবার আইপিএল-এর ফাইনাল। তার আগে গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই সফর নিয়ে আলোচনা হবে। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, ভারতীয় দলের জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ সফরের মাঝের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ম্যাচগুলি হবে। কিন্তু এখন ঠিক হয়েছে, সেপ্টেম্বরে এই সফর হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট এখনও জনপ্রিয় নয়। কিন্তু উপমহাদেশের মানুষের কাছে এই খেলাটির জনপ্রিয়তা আছে। মূলত তাঁদের কথা মাথায় রেখেই আমেরিকায় ‘মিনি আইপিএল’ আয়োজন করার মাধ্যমে বাণিজ্যিক লাভের সম্ভাবনা দেখতে চাইছে বিসিসিআই। এই ম্যাচগুলি সফল হলে ভবিষ্যতে বড় আকারে ম্যাচ আয়োজন করার পরিকল্পনা রয়েছে বোর্ডের।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















