Kolkata Metro : ইস্টবেঙ্গলের আইএসএল অভিযান শুরু আগে সমর্থকদের জন্য সুখবর শোনাল কলকাতা মেট্রো, সল্টলেক থেকে কখন ছাড়বে শেষ ট্রেন ?
ISL East Bengal Match:রাত ১০ টা ৩০ মিনিট ও রাত ১০ টা ৪০ মিনিটে সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকে ছাড়বে দুটি মেট্রো। যেগুলো যথাক্রমে রাত ১০ টা ৩৭ ও রাত ১০ টা ৪৭ মিনিটে শিয়ালদা মেট্রো স্টেশনে গিয়ে পৌঁছবে।
কলকাতা : মোহনবাগানের পর ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের জন্যও সুখবর। যুবভারতী স্টেডিয়ামে আইএসএলে (ISL) লাল-হলুদে ব্রিগেডের প্রথম ম্যাচের আগে সুখর শোনাল কলকাতা মেট্রো। ম্যাচ দেখতে সল্টলেক স্টেডিয়ামে যাওয়া সমর্থকদের বাড়ি ফেরার কথা ভেবে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে জানানো হয়েছে, ইস্ট-ওয়েস্ট মেট্রোয় বিশেষ দুটি ট্রেন চালানো হবে রাতে। রাত ১০ টা ৩০ মিনিট ও রাত ১০ টা ৪০ মিনিটে সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকে ছাড়বে দুটি মেট্রো। যেগুলো যথাক্রমে রাত ১০ টা ৩৭ ও রাত ১০ টা ৪৭ মিনিটে শিয়ালদা মেট্রো স্টেশনে (Sealdah Metro Station) গিয়ে পৌঁছবে।
সোমবার জামশেদপুর এফসির (Jamshedpur FC) বিরুদ্ধে এবারের আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। রাত ৮ টা থেকে শুরু ম্য়াচ। খেলা শেষে শহরতলি বা তুলনামূলক দূর-দুরান্ত থেকে ম্যাচ দেখতে আসা সমর্থকরা যাতে সল্টলেক থেকে ভালভাবে বাড়ি ফিরতে পারেন, সেই কথা মাথায় রেখে বাড়তি মেট্রোর ব্যবস্থা।
কলকাতা মেট্রোর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, গ্রিন লাইনে (ইস্ট-ওয়েস্ট মেট্রো) ২৫ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল ম্যাচের জেরে রাতে বাড়তি দুটো মেট্রো চলবে। সল্টলেক স্টেডিয়াম থেকে রাত সাড়ে ১০ টা ও রাত ১০ টা ৪০ মিনিটে ছেড়ে ৭ মিনিটের ব্যবধানে তা পৌঁছবে শিয়ালদা স্টেশনে। মাঝের ফুলবাগান স্টেশনেও থামবে মেট্রো দুটি। এর আগে মোহনবাগান ম্যাচের দিনও চলেছিল বাড়তি মেট্রো।
এর আগে পুজোর আগে শনি ও রবিবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা বাড়ানোর কথাও জানানো হয়েছিল কলকাতা মেট্রোর তরফে। । ২৩ ও ৩০ সেপ্টেম্বর, ৭ ও ১৪ অক্টোবর এই চারটি শনিবার বাড়ছে মেট্রো পরিষেবা । এই চারটি শনিবার আপ ও ডাউন মিলিয়ে চলবে ২৮৮টি মেট্রো রেল । ২৪ সেপ্টেম্বর ও ১, ৮ ও ১৫ অক্টোবর এই চারটি রবিবার আপ ও ডাউন মিলিয়ে চলবে ১৬৪ টি মেট্রো রেল।
আরও পড়ুন- বল হাতে দুরন্ত পারফরম্যান্স সান্ধুর, শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত