SL vs AUS: তিনি আম্পায়ার না ফিল্ডার! ক্যাচ ধরতে গিয়ে ভাইরাল কুমার ধর্মসেনা
SL vs AUS ODi: শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে আইসিসি প্যানেলের আম্পায়ার। শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচে এমন কাণ্ড ঘটালেন ধর্মসেনা, তাতে সবাই অবাক হয়েছে গিয়েছে।
কলম্বো: তিনি বিশ্বের অন্যতম সেরা একজন আম্পায়ার। বিশ্বকাপ ফাইনালের (World Cup Final) মত মঞ্চে আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলেছেন। কিন্তু এই প্রথমবার এমন কাণ্ড ঘটালেন তিনি। অস্ট্রেলিয়া এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরে গিয়েছে। সেখানেই ওয়ান ডে সিরিজ খেলছে ২ দল। কুমার ধর্মসেনা (Kumar Dharamsena) নিজেও শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে আইসিসি প্যানেলের আম্পায়ার। শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচে এমন কাণ্ড ঘটালেন ধর্মসেনা, তাতে সবাই অবাক হয়েছে গিয়েছে।
কী করেছিলেন ধর্মসেনা?
ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছিল। প্রথম ওয়ান ডে ম্যাচে হারের পর টানা ২ ম্যাচ জিতে সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে লঙ্কা বাহিনী। রবিবার এই ম্যাচ চলাকালিন অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিং করছিলেন অ্যালেক্স ক্যারি। একটি শর্ট বলে স্কোয়ার লেগে চালিয়ে খেলতে যান ক্যারি। সেই সময়ই লেগ আম্পায়ার হিসেব দায়িত্ব সামলাচ্ছিলেন ধর্মসেনা। ক্যারির মারা শটের বল নিজের দিকে আসছে দেখে তা হঠাৎ করেই লুফে নিতে চান ধর্মসেনা। কিন্তু মুহূর্তের মধ্যেই তিনি উপলব্ধি করেন যে তিনি নিজে একজন আম্পায়ার। তাই ক্যাচ ধরতে পারবেন না। তাই সঙ্গে সঙ্গেই নিজেকে পিছিয়ে আনেন ক্যাচের লাইন থেকে। সেই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় পুরো সোশ্য়াল মিডিয়ায়।
Kumar Dharmasena going for a catch in SL vs Aus Odi match pic.twitter.com/DYyxn6kEsy
— Sportsfan Cricket (@sportsfan_cric) June 20, 2022
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯১ রান বোর্ডে তুলে নেয় অস্ট্রেলিয়া। অপরাজিত ৭০ রানের ইনিংস খেলেন ট্রাভিস হেড। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলঙ্কা। তখনও ইনিংসের ৯ বল বাকি ছিল। শ্রীলঙ্কার হয়ে পাথুম নিশাঙ্কা ১৩৭ রান করেছিলেন।