এক্সপ্লোর
১১২ বছর পর অলিম্পিকে গল্ফ, পদকের লক্ষ্যে অনির্বাণরা
রিও ডি জেনেইরো: ১১২ বছর পর অলিম্পিকের আসরে ফিরেছে গল্ফ। এই খেলার হাত ধরেই চলতি অলিম্পিকে পদকের খরা কাটানোর আশা দেখছে ভারত। আর গল্ফ থেকে পদক আনার জন্য ভারতের ভরসা দুই বঙ্গসন্তান। একজন এশিয়ার এক নম্বর অনির্বাণ লাহিড়ী এবং অপরজন কলকাতার টলি ক্লাবে বেড়ে ওঠা শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়া। তাঁরা রিওর গল্ফ কোর্সে ভাল পারফরম্যান্সের বিষয়ে আত্মবিশ্বাসী।
অনির্বাণ গত দুই মরশুম ধরেই অসাধারণ ফর্মে আছেন। দু বার ইউরোপিয়ান ট্যুর জেতা এই গল্ফার এশিয়ান ট্যুর অর্ডার অফ মেরিটও জিতে নিয়েছেন। পিজিএ চ্যাম্পিয়নশিপে পঞ্চম হন অনির্বাণ। তিনি বিশ্বের অন্যতম সেরা গল্ফার হয়ে উঠেছেন। ফলে রিও থেকে পদক আনবেন বলেই আশা করছে সারা দেশ।
অনির্বাণ নিজেও অলিম্পিকে ভাল পারফরম্যান্সের আশা করছেন। এই বাঙালি গল্ফার বলেছেন, ‘আমরা অবশ্যই একটা-দুটো পদকের লক্ষ্যে এখানে এসেছি। যদি আমি আর এসএসপি (চৌরাসিয়া) দু জনেই ভাল খেলতে পারি তাহলে পদক আসতেই পারে। সেটা হলে ভারত ও এশিয়ায় গল্ফ নিয়ে আগ্রহ বাড়বে। আমরা পদক পেলে বড় পার্থক্য গড়তে পারব।’
‘চিট পাট সিয়া’ নামে বিখ্যাত শিবশঙ্কর এ বছরের ইন্ডিয়ান ওপেন সহ চারটি আন্তর্জাতিক খেতাব জিতেছেন। এবার তিনি দেশকে কিছু ফিরিয়ে দিতে চাইছেন। তাঁর বক্তব্য, সবাই দেশের হয়ে অলিম্পিকে খেলার সুযোগ পায় না। তিনি এই সুযোগ পাওয়ার জন্য নিজেকে ভাগ্যবান মনে করছেন। তাঁরা নিজেদের স্বাভাবিক ছন্দে থাকলে পদক জিততে পারবেন বলেই মনে করছেন এই গল্ফার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement