এক্সপ্লোর
Advertisement
ভারতের কাছে হারের দায় নিয়ে শ্রীলঙ্কার টি-২০ দলের অধিনায়কত্ব ছেড়ে দিতে তৈরি, জানালেন মালিঙ্গা
মালিঙ্গার নেতৃত্বেই ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপ জেতে শ্রীলঙ্কা।
নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে সিরিজে হারের দায় নিয়ে শ্রীলঙ্কার টি-২০ দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে তৈরি অভিজ্ঞ পেসার লসিথ মালিঙ্গা। আজ তিনি জানিয়েছেন, ‘আমাদের বোলাররা বিপক্ষকে অল্প রানে বেঁধে রাখতে সক্ষম হয়নি। তাছাড়া টি-২০ ম্যাচে লড়াই করার জন্য ১৭০ রান রান তুলতে পারেনি ব্যাটসম্যানরা। আমি এক বছর আগে যখন ফের টি-২০ দলের অধিনায়কত্বের দায়িত্ব নিই, তখন আমাদের দলের র্যাঙ্কিং ছিল ৯। তাই এই দলের কাছ থেকে জয়ের আশা করা যায় না। তবে আমি এই হারের দায় নিয়ে সরে যেতে তৈরি।’
মালিঙ্গার নেতৃত্বেই ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপ জেতে শ্রীলঙ্কা। ২০১৬ সালের শুরু পর্যন্ত তিনি অধিনায়ক ছিলেন। ২০১৮ সালের ডিসেম্বরে ফের তাঁকে অধিনায়ক করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে দ্বিতীয়বার অধিনায়ক হয়ে সাফল্য পাননি এই পেসার। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম সূত্রে খবর, মালিঙ্গা অধিনায়ক হওয়ার পর দলে বিভাজন তৈরি হয়েছে। থিসারা পেরেরা ও অ্যাঞ্জেলো ম্যাথুজকে কোণঠাসা করে দিয়েছেন মালিঙ্গা। দলের পারফরম্যান্সে এর প্রভাব পড়ছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement