এক্সপ্লোর
Advertisement
অতিরিক্ত সময়ের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে ইউরোর শেষ আটে পর্তুগাল
লেনস: ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। প্রি-কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়ে দিল এবারের ইউরোর অন্যতম ফেভারিটরা। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৭ মিনিটে জয়সূচক গোল করেন রিকার্ডো কুয়ারেসমা। এই গোলটাই ক্রোয়েশিয়ার স্বপ্নভঙ্গ করে।
পর্তুগালকে চলতি ইউরো কাপের প্রথম ম্যাচ থেকেই পরিচিত ছন্দে দেখা যাচ্ছে না। গ্রুপ লিগের কোনও ম্যাচেই জয় পায়নি ফার্নান্দো স্যান্টোসের দল। শেষ ম্যাচে হাঙ্গেরির সঙ্গে ৩-৩ ড্র করেন রোনাল্ডোরা। সেই ম্যাচে জোড়া গোল করেন সিআরসেভেন। তাঁর ভক্তদের আশা ছিল, শেষ ষোলোর ম্যাচেও চমকপ্রদ ফুটবল উপহার দেবেন রিয়াল মাদ্রিদের মেগাস্টার। কিন্তু এই ম্যাচে হতাশই করলেন পর্তুগালের সাত নম্বর জার্সিধারী। ৯০ মিনিটে তাঁর পা থেকে একটিও শট দেখা গেল না। গোলের সময় অবশ্য তিনি শট নেন। বিপক্ষ গোলকিপার সেই শট সেভ করার পর কুয়ারেসমা বল জালে জড়িয়ে দেন।
ম্যাচটি কোনও সময়ই বিশেষ উচ্চতায় পৌঁছয়নি। গোলে প্রথম শট দেখা যায় ২৪ মিনিট ৪০ সেকেন্ডে। ক্রোয়েশিয়া সারা ম্যাচে ১৭টি শট নিয়েছে। কিন্তু একটিও গোলে ছিল না। লুকা মডরিচ, ইভান রাকিটিচ, মারিও মান্দজুকিচরা পর্তুগালের রক্ষণ ভেদ করতে সমর্থ হননি। উল্টোদিকে পর্তুগালও গোলের সুযোগ তৈরি করতে পারছিল না। রোনাল্ডো বল না পেয়ে বারবার হতাশা প্রকাশ করছিলেন। শেষপর্যন্ত অবশ্য হাসিমুখেই মাঠ ছাড়লেন তিনি।
এবার লড়াই পোল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচ জিততে পারলেই শেষ চারে পৌঁছে যাবে পর্তুগাল। দারুণ পারফরম্যান্স না করেও রোনাল্ডোরা যেভাবে এগিয়ে চলেছেন, তাতে ট্রফি তাঁদের হাতে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement