Lionel Messi: মেসির জোড়া গোল, হন্ডুরাসের বিরুদ্ধে দুরন্ত জয় আর্জেন্তিনার
Lionel Messi Goal: ম্যাচের ১৩ মিনিটে হেড করার জন্য লাফানোর সময়, বিপক্ষের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে নাক ফাটে CR-7-এর। রক্তক্ষরণ শুরু হওয়ায় মাঠেই শুয়ে পড়েন পর্তুগিজ তারকা।
মিয়ামি: কাতার বিশ্বকাপে মাঠে নামার আগে ফর্মে ফিরলেন লিওনেল মেসি। দেশের জার্সিতে মাঠে নেমে হন্ডুরাসের বিরুদ্ধে জোড়া গোল করলেন আর্জেন্তাই সুপারস্টার। গোটা ম্যাচেই একাধিপত্য দেখিয়েছে নীল-সাদা জার্সিধারীর। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ৬০ হাজার দর্শকাসন বিশিষ্ট স্টেডিয়াম। সেখানেই আরো একবার জ্বলে উঠলেন মেসি। হন্ডুরাসকে ৩-০ ব্যবধানে হারিয়ে দিল আর্জেন্তিনা। জোড়া গোল করলেন মেসি।
ম্যাচের ৩৮ মিনিটে মেসিকে ফাউল করে প্রতিপক্ষ দল। এরপরই গোটা নীল সাদা শিবির ক্ষোভে ফেটে পড়ে। এরপর ৪৫ মিনিটে বক্সে লাওতারোকে ফাউল করার ফলে পেনাল্টি পায় আর্জেন্তিনা। সফল স্পটকিকে বল জালে জড়ান লিওনেল মেসি। মেসিকে জড়িয়ে উদ্বেগ আর ভালোবাসার এমন বহিঃপ্রকাশ শনিবারের ম্যাচে দেখা গেল। এদিন ম্যাচের ১৬ মিনিটে মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্তিনা। এরপরে ফের পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান মেসি। ম্যাচের দ্বিতীয়ার্ধে ফের গোল গোল পান এলএম টেন। ম্যাচে ৬৯ মিনিটে আর্জেন্তিনার ব্যবধান ৩-০ করেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে ৮৮ তম গোল করলেন মেসি।
রক্তাক্ত রোনাল্ডো
শনিবার রাতে পর্তুগালের হয়ে নেশনস লিগে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন রক্তাক্ত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচের ১৩ মিনিটে হেড করার জন্য লাফানোর সময়, বিপক্ষের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে নাক ফাটে CR-7-এর। রক্তক্ষরণ শুরু হওয়ায় মাঠেই শুয়ে পড়েন পর্তুগিজ তারকা। ছুটে আসে মেডিক্যাল টিম। সাইডলাইনে নিয়ে গিয়ে প্রাথমিক শুশ্রুষার পর, চোট পাওয়া জায়গায় ব্যান্ডেড লাগিয়ে মাঠে ফেরেন রোনাল্ডো। চেক প্রজাতন্ত্রকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে নাকে চোট নিয়েও দলের চতুর্থ গোলের অ্যাসিস্ট করেন।
বয়স ৩৭ পার করেছে, তাও বর্তমান বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম অবশ্যই থাকবে। সম্ভবত নিজের শেষ বিশ্বকাপে খেলতে নামলেও, এখনও একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন পর্তুগিজ অধিনায়ক। তাঁর পারফরম্যান্সের ওপর পর্তুগাল এখনও নির্ভরশীল।
টুর্নামেন্টের সাম্প্রতিক সময়ের রীতি বজায় রেখে তাই কাতারকে প্রথম ম্যাচ খেলানোর বিষয়ে জল্পনা কল্পনা চলছিলই। তবে বিশ্বকাপের দিনক্ষণ সরকারিভাবে এগিয়ে আনার জন্য ফিফা কাউন্সিলের তরফে এই বিষয়ে সম্মতি দেওয়ার প্রয়োজন। সেই কাউন্সিলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশাপাশি সমস্ত মহাদেশীয় সংস্থার প্রধানরাও রয়েছেন। অবশেষে অনুমতি মিলল। ফিফা কাউন্সিল এবং সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার পরে ২১ নভেম্বরের বদলে রবিবার ২০ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ।