IND vs SA: মাহি-মন্ত্রেই বদলে গিয়েছেন হার্দিক? কী বললেন বঢোদরা অলরাউন্ডার?
Hardik Pandya: গুজরাত টাইটান্সকে (Gujrat Titans) চ্যাম্পিয়ন করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও দুর্দান্ত ব্যাটিং করছেন। চতুর্থ ম্যাচে ৩১ বলে ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
রাজকোট: একটি টেলিভিশন শো-তে বিতর্কিত মন্তব্য। এরপর ক্রিকেট কেরিয়ার প্রায় অনিশ্চিয়তার মধ্যে পড়ে গিয়েছিল। কিন্তু হাল ছাড়েননি তিনি। ধারাবাহিক পারফর্ম করে ফিরে এসেছেন ২২ গজে। আইপিএলে (IPL 2022) অধিনায়ক হিসেবে প্রথম মরসুমেই চ্যাম্পিয়ন করেছেন গুজরাত টাইটান্সকে (Gujrat Titans)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও দুর্দান্ত ব্যাটিং করেছেন। চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ৩১ বলে ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। দীনেশ কার্তিকের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। ম্য়াচ শেষে হার্দিক জানিয়ে দিলেন মহেন্দ্র সিংহ ধোনির পরামর্শই তাঁকে ক্রিকেটার হিসেবে আরও পরিণত করে তুলেছে প্রতিদিন।
কী বলছেন হার্দিক?
গতকাল ম্য়াচ শেষে দীনেশ কার্তিকের সঙ্গে এক আলাপচারিতায় হার্দিক বলেন, ''শুরুর দিকে আমি ধোনি ভাইকে প্রশ্ন করেছিলাম যে কীভাবে চাপমুক্ত হয়ে খেলা যায়। ওঁ ভীষণ সহজ উত্তর দিয়েছিল আমাকে। নিজের খেলা নিয়ে বেশি না ভেবে, দলের জন্য কীভাবে নিজের কাজে লাগাতে পারব, তা নিয়ে ভাবতে। ওই একটি কথাই আমাকে ধীরে ধীরে বদলে দেয়। নিজের ভাবনাচিন্তাও বদলাতে থাকি। আজ মাহি ভাইয়ের কথা শুনেই নিজে আরও পরিণত ক্রিকেটার হয়ে উঠতে পারছি।''
In-flight insightful conversation 👌
— BCCI (@BCCI) June 18, 2022
Learning from the great @msdhoni 👍
Being an inspiration 👏
DO NOT MISS as @hardikpandya7 & @DineshKarthik chat after #TeamIndia's win in Rajkot. 😎 😎 - By @28anand
Full interview 📽️👇 #INDvSA | @Paytmhttps://t.co/R6sPJK68Gy pic.twitter.com/wx1o9dOPNB
উল্লখ্য, চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ৬৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন কার্তিক ও হার্দিক। কার্তিক ২৭ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। হার্দিক অর্ধশতরান করতে না পারলেও নিজের ৪৬ রানের ইনিংসে তিনটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান হার্দিক।
উল্লেখ্য, গতকাল মরণ-বাঁচন ম্যাচে জ্বলে উঠল ভারত। দক্ষিণ আফ্রিকাকে ৮২ রানে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। ভারতের ১৬৯/৬ তাড়া করতে নেমে ১৬.৫ ওভারে মাত্র ৮৭ রানে অল আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ করে দিল ভারত। সিরিজের ভাগ্য নির্ধারিত হবে শেষ ম্যাচে।
আরও পড়ুন: আবার স্বপ্নভঙ্গ, মধ্য়প্রদেশের কাছে হেরে রঞ্জি সেমিতেই বিদায় বাংলার