এক্সপ্লোর
এক দক্ষিণী অভিনেত্রীকে বিয়ে করছেন মণীশ পান্ডে?
খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন ভারতীয় ক্রিকেটার মণীশ পান্ডে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এমনটাই জানানো হয়েছে। প্রতিবেদন অনুসারে, আগামী ২ ডিসেম্বর মুম্বইতে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। পাত্রী দক্ষিণী সিনেমার অভিনেত্রী আশ্রিতা শেট্টি।

India's Manish Pandey Mann plays a shot during their One Day International cricket match against Australia in Sydney, Australia, Saturday, Jan. 23, 2016.(AP Photo/Rob Griffith)
নয়াদিল্লি: খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন ভারতীয় ক্রিকেটার মণীশ পান্ডে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এমনটাই জানানো হয়েছে। প্রতিবেদন অনুসারে, আগামী ২ ডিসেম্বর মুম্বইতে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। পাত্রী দক্ষিণী সিনেমার অভিনেত্রী আশ্রিতা শেট্টি। মণীশ পান্ডে বর্তমানে কর্নাটকের হয়ে চলতি বিজয় হজারে ট্রফিতে খেলছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সূত্র উল্লেখ করে জানানো হয়েছে, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের উপস্থিতিতে এই বিয়ে হবে। বিয়ের অনুষ্ঠান চলবে দুদিন। বিয়ের দিন মুম্বইতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ ম্যাচ খেলবে। তাই ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটারও বিয়ের অনুষ্ঠানে আসতে পারেন। ২৬ বছরের অভিনেত্রী আশ্রিতা শেট্টি ইন্দ্রজিত, ওরু কান্নিয়ুম মুনু কালাভানিকালুম ও উধায়াম এনএইচ৪-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএলে সেঞ্চুরি করেছিলেন মণীশ পান্ডে। বিগ হিটিং ব্যাটসম্যান হিসেবে খ্যাতি থাকলেও জাতীয় দলে পাকা জায়গা এখনও করে নিতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মণীশের। কেরিয়ারের কয়েকটি সেরা ইনিংসও খেলেন তিনি। ভারতীয় দলের হয়ে ২৩ একদিন ও ৩১ টি২০ ম্যাচ এবং ৮৯ প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















