T20 World Cup: আসন্ন বিশ্বকাপে দেখা যাবে না মাঁকড় আউট! মতপ্রকাশ করলেন অধিনায়কেরা
T20 WC: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগের দিনই দলের অধিনায়কেরা সাংবাদিক সম্মেলেনে মাঁকড় আউট নিয়ে নিজেদের মতপ্রকাশ করেন।
মেলবোর্ন: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষো, তারপরেই শুরু হয়ে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগের দিন ১৬টি দলের সকল অধিনায়ক এক মেগা সাংবাদিক সম্মেলনে আজ উপস্থিত হয়েছিলেন। সেখানেই নিজেদের হাবভাবের মাধ্যমে সিংহভাগ দলের অধিনায়করা বুঝিয়ে দিলেন যে তাঁরা মাঁকড়ীয় পদ্ধতিতে ব্যাটারদের আউট করার পক্ষে নয়।
সাংবাদিক সম্মেলনে বারংবার ঘুরেফিরিয়ে মাঁকড়ীয় পদ্ধতিতে আউট করার প্রসঙ্গ উঠে আসে। এক সাংবাদিক কোনওরকম রাখঢাক না করেই সোজা স্টেজে উপস্থিত অধিনায়কদের উদ্দেশ্যে বলেন, 'আপনারা যারা মাঁকড় আউট করার পক্ষে, অনুগ্রহ করে তাঁরা নিজেদের হাত তুলবেন।' এর জবাবে স্টেজে উপস্থিত কোনও অধিনায়কই তাঁদের হাত তোলেননি। ফলে জল্পনা শুরু হয়েছে যে সম্ভবত এই বিশ্বকাপে কোনও ব্যাটারকে মাঁকড় পদ্ধতিতে আউট করা হবে না। অবশ্য সেই সময় স্টেজে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা উপস্থিত ছিলেন না।
— Guess Karo (@KuchNahiUkhada) October 15, 2022
গোটা ঘটনাটিই রোহিতের অনুপস্থিতিতে ঘটে। ফলে তাঁর প্রতিক্রিয়া বোঝা যায়নি। এই ঘটনাটির সময় স্টেজে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, নমিবিয়া, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও নেদারল্যান্ডসের অধিনায়কেরা স্টেজে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দ্রুত পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে দল, ফাইনালের আগে সতীর্থদের প্রশংসায় ভরালেন হরমনপ্রীত