Faf du Plessis: সস্ত্রীক খুনের হুমকির মুখে পড়েছিলেন, চাঞ্চল্যকর অভিযোগ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের
ডুপ্লেসি জানিয়েছেন, ২০১১ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছিল।
জোহানেসবার্গ: খেলায় হার-জিত রয়েছে। তা বলে ম্যাচ হারলে একেবারে খুনের হুমকি!
খেলার দুনিয়ায় অবশ্য এটা নতুন নয়। বিশ্বকাপের ম্যাচে আত্মঘাতী গোল করার জন্য খুন হতে হয়েছিল কলম্বিয়ার আন্দ্রে এস্কোবারকে। ছুরিকাহত হয়েছিলেন মনিকা সেলেস। এবার ম্যাচ হারায় খুনের হুমকি পাওয়ার কথা জানালেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ফাফ ডুপ্লেসি। শুধু তিনি একাই নন, খুনের হুমকি পেয়েছিলেন নাকি তাঁর স্ত্রীও। এরকমই চাঞ্চল্যকর অভিযোগ করলেন দক্ষিণ আফ্রিকার তারকা।
ভারতে ক্রিকেটারদের কার্যত ভগবানের আসনে বসিয়ে রাখেন ভক্তরা। ভালো খেললে যেমন তাঁদের ভগবানরূপে কার্যত পুজো করেন, তেমনই খারাপ পারফরম্যান্স করলে তাদের কঠোর সমালোচনা হয়। ২০০৭ বিশ্বকাপে ভারতের গ্রুপ থেকে বিদায়ের পর ক্রিকেটারদের বাড়িতে কালি লেপে দেওয়া হয়েছিল। এবার প্রাণনাশের হুমকি পাওয়ার কথা ফাঁস করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ডুপ্লেসি। চাঞ্চল্যকর দাবি করে তিনি জানালেন, ২০১১ সালের বিশ্বকাপে বিপর্যয়ের পর তিনি এবং তাঁর স্ত্রী প্রাণনাশের হুমকি পেয়েছিলেন।