MI vs KKR, 1st Innings: বেঙ্কটেশের ঐতিহাসিক শতরানে ভর করে মুম্বইকে ১৮৬ রানের লক্ষ্য দিল কেকেআর
Venkatesh Iyer মাত্র ৪৯ বলে নিজের শতরান পূর্ণ করেন বেঙ্কটেশ আইয়ার।
মুম্বই: ওয়াংখেড়ের ময়দানে তৈরি হল ইতিহাস। আজ রবিবার, ১৬ এপ্রিল, দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মাত্র দ্বিতীয় কলকাতা নাইট রাইডার্স তারকা হিসাবে আইপিএলে(IPL 2023) শতরান হাঁকালেন বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। ১০৪ রানের ইনিংস খেলেন তিনি। তবে বেঙ্কটেশ বাদে মুম্বই ইন্ডিয়ান্সরে বিরুদ্ধে এদিন আর কোনও নাইট তারকাই তেমন বড় রান করতে পারেনি. নির্ধারিত ২০ ওভারের কেকেআর ছয় উইকেটের বিনিময়ে ১৮৫ রান তুলল। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ঋত্বিক শোকিন সর্বাধিক দুই উইকেট নেন।
এদিন প্রথমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পল্টনদের স্ট্যান্ড ইন অধিনায়ক সূর্যকুমার যাদব। রোহিতের পেটের সমস্যা থাকায় এদিন সূর্যই মুম্বইকে নেতৃত্ব দেন। শুরুটা নাইটরা ভাল করতে পারেনি। শূন্য রানেই সাজঘরে ফেরেন এন জগদীশন। তবে তিন নম্বরে ব্যাটে নেমে শুরু থেকেই আগ্রাসী ছন্দে ছিলেন বেঙ্কটেশ। তাঁকে সঙ্গ দেন রহমনল্লাহ গুরবাজ। ৪৬ রান যোগ করেন দুইজনে। তবে পাওয়ার প্লে শেষের আগেই ৮ রানে ফেরেন গুরবাজ। গত ম্যাচে দুরন্ত অর্ধশতরান করা নীতীশ রানাও ৫ রানের বেশি করতে পারেননি।
গত ম্যাচে মাত্র পাঁচ বলই করেছিলেন শার্দুল ঠাকুর, ব্যাটও পরের দিকেই নেমেছিলেন তিনি। তবে এদিন তাঁকে পাঁচে ব্যাট করতে নামানো হয়। এই পরীক্ষা অবশ্য তেমন সফল হয়নি। মাত্র ১৩ রান করেন তিনি। রিঙ্কু করেন ১৮ রান। তবে একদিকে যেখানে বাকি ব্যাটাররা দ্রুত গতিতে রান করতে চাপে পড়ছিলেন, সেখানে বেঙ্কটেশ কিন্তু নিজের খেলা চালিয়েই যান। দেখতে দেখতেই ৪৯ বলে শতরান হাঁকিয়ে ফেলেন তিনি। অবশ্য শতরান করার পরেই স্কুপ মারতে গিয়ে ১০৪ রানে সাজঘরে ফেরেন তিনি।
Innings Break!
— IndianPremierLeague (@IPL) April 16, 2023
A mighty TON from @venkateshiyer powers @KKRiders to 185/6 👏 👏
Hrithik Shokeen scalps 2⃣ wickets 👌 👌
The @mipaltan chase to begin shortly! 👍 👍
Who will win the 2 points today 🤔
Scorecard ▶️ https://t.co/CcXVDhfzmi #TATAIPL | #MIvKKR pic.twitter.com/LxO2ejBjYf
শেষের দিকে রাসেল ১১ বলে ২১ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বটে। তবে নাইটরা দুইশো রানের গণ্ডিও পার করতে পারেনি। ১৮৫/৬ রানেই থামে নাইটদের ইনিংস। ইনিংসের শেষ ৫ ওভারে মাত্র ৪৫ রান তুলতে পারে নাইটরা। মুম্বইকে হারানোর জন্য এই রান যথেষ্ট হয় কি না, এখন , সেটাই দেখার।
আরও পড়ুন: কেকেআরের বিরুদ্ধে কেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে নেই রোহিত?