(Source: ECI/ABP News/ABP Majha)
Ashes 2021-22: অ্যাশেজের ব্যর্থতায় রুটকে নেতৃত্ব ছাড়ার দাবি তুললেন আথার্টন
Ashes 2021-22: পরপর ৩ টেস্টেই হারের মুখ দেখতে হয়েছে ইংল্যান্ড বাহিনীকে। নেতা হিসেবে, ব্যাটার হিসেবে সবেতেই খারাপ সময় যাচ্ছে জো রুটের।
লন্ডন: অ্যাশেজে চূড়ান্ত ব্যর্থতা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর ৩ টেস্টেই হারের মুখ দেখতে হয়েছে ইংল্যান্ড বাহিনীকে। নেতা হিসেবে, ব্যাটার হিসেবে সবেতেই খারাপ সময় যাচ্ছে জো রুটের। এবার তাই রুটের নেতৃত্ব ছাড়া উচিত টেস্টে এমনই দাবি তুললেন মাইক আথার্টন। উইজডেনে এক সাক্ষাৎকারে আথার্টন বলেন, ''এখানে দল বাছাই থেকে শুরু করে রণ কৌশল ঠিক করা পর্যন্ত সব কিছুতেই অনেক ভুল হয়েছে। আর তাছাড়া অধিনায়ককে ব্যক্তিগত দায় বহন করতে হয় এমন ব্যর্থতার জন্য। রুট মাঠে ঠিকঠাক থাকলে এটি আরও উত্তেজক সিরিজ হতে পারত।''
প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক আরও বলেন, ''রুট ইংল্যান্ডের একজন ভালো অধিনায়ক। সবসময় নিজেকে দুর্দান্তভাবে চালিয়েছেন এবং খেলাধুলার জন্য একজন অবিশ্বাস্য দূত। গত ৫ বছর ধরে এই কাজটি ও করছে। কিন্তু ২ বার অ্যাশেজে ব্যর্থ হতে হয়েছে। আমার মনে হয় এখন সময় এসেছে নতুন কাউকে নিয়ে ভাবার।''
কিন্তু রুটের বদলি কে হতে পারেন? আথার্টন মনে করেন টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার যোগ্য ব্যক্তি হতে পারেন বেন স্টোকস। তিনি বলেন, ''বেন স্টোকস সেরা বিকল্প হতেই পারে। কারণ ও স্ট্যান্ড ইন অধিনায়ক হিসেবে দারুণ কাজ সামলেছে আগে। তাছাড়া টি-টোয়েন্টিতে এখন ও সেভাবে প্রথম একাদশে জায়গা পাবে বলে মনে হয় না। তাই টেস্টে এই দায়িত্ব আলাদা কোনও চাপ পড়বে না স্টোকসের উপর।''
যদিও সমালচনার মধ্যেও চলতি অ্যাশেজে টেস্টে নতুন রেকর্ডের মালিক হয়েছেন জো রুট (joe root)। টপকে গিয়েছেন সুনীল গাওস্কর ও সচিন তেন্ডুলকরকে (sachin tendulkar)। অ্যাডিলেডে অ্যাশেজের (ashes) মঞ্চেই নজির গড়েছেন ইংল্যান্ডের (england) টেস্ট অধিনায়ক। ১৯৭৯ সালে এক ক্যালেন্ডার বর্ষে করা সুনীল গাওস্করের (sunil gavaskar) ১,৫৫৫ রানের রেকর্ড টপকে গিয়েছেন রুট (joe root)। এমনকী সচিন তেন্ডুলকরের (sachin tendulkar) ২০১০ সালে করা ১,৫৬২ রানের রেকর্ডও টপকে গিয়েছেন তিনি। এরমধ্যেই কিছুদিন আগেই ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক রানের নজির গড়েছিলেন ব্রিটিশ অধিনায়ক। ২০০২ সালে মাইকেল ভনের করা ১,৪৮১ রানের রেকর্ডটি টপকে গিয়েছিলেন রুট।
''