World Test Championship: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতবে কারা, ভবিষ্যদ্বাণী করে বিতর্কে ভন
সোশ্যাল মিডিয়ায় অনেকেই চাঁচাছোলা ভাষায় ভনকে আক্রমণ করেছেন। লিখেছেন, ইংল্যান্ড ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেনি এবং ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক হিসাবে তাঁর এই পরিস্থিতিতে তাঁর নীরব থাকাই শ্রেয়।
![World Test Championship: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতবে কারা, ভবিষ্যদ্বাণী করে বিতর্কে ভন Michael Vaughan picks winner of World Test Championship final World Test Championship: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতবে কারা, ভবিষ্যদ্বাণী করে বিতর্কে ভন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/20/899720d7e02e596f2c22081a2529f37e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লন্ডন: তাঁর দেশ ফাইনালে উঠতে পারেনি। অথচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হবে তাঁর দেশের মাটিতেই। মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক সেই ম্যাচ জিতবে কারা, তা নিয়ে আগাম মতামত ব্যক্ত করলেন। সেই সঙ্গে বিতর্কেও জড়ালেন।
সাউদাম্পটনে আগামী ১৮-২২ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত বনাম নিউজ়িল্যান্ড দ্বৈরথ। এই ম্যাচকে ঘিরে প্রবল উত্তেজনা রয়েছে। দুই দলকে নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন এই ম্যাচে নিউজ়িল্যান্ডকে এগিয়ে রাখছেন! কয়েকদিন আগেই তিনি বিরাট কোহলির চেয়ে কেন উইলিয়ামসনকে ব্যাটসম্যান হিসাবে এগিয়ে রেখে বিতর্কে জড়িয়েছিলেন। যা নিয়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সলমন বাটের সঙ্গে এক প্রস্থ বচসাও হয় তাঁর। এক অপরকে কার্যত ব্যক্তিগত আক্রমণ করেছিলেন ভন ও বাট। এবার ফের বিতর্কে জড়ালেন ভন।
ভারত ও নিউজ়িল্যান্ডের মধ্যে কারা এগিয়ে? ভন বলেছেন, ‘নিউজ়িল্যান্ড। ইংল্যান্ডের আবহাওয়া, ডিউক বল, এবং ভারতের ঠাসা সূচি, সব মিলিয়ে কঠিন পরীক্ষা ভারতের। ওরা ভারত এখানে এসেই সরাসরি খেলতে নেমে যাবে। অন্যদিকে নিউজ়িল্যান্ড দু'টি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে, যেটা ওদের ফাইনালের প্রস্তুতি হয়ে যাবে।’ এর সঙ্গেই ভন যোগ করেন, ‘এটা খুব স্বাভাবিক, নিউজিল্যান্ড অনেক বেশি প্রস্তুত থাকবে। এবং ওদের অনেক বেশি প্লেয়ার লাল বলের সঙ্গে খেলে অভ্যস্ত হয়ে থাকবে, বিশেষত ইংল্যান্ডের ডিউক বলে। তাই ফাইনালে সব দিক থেকে নিউজ়িল্যান্ড এগিয়ে।’
ভন আরও বলেছেন যে, কেন উইলিয়ামসনের নেতৃত্বে খুব ভাল পারফরম্যান্স করছে নিউজ়িল্যান্ড। বহু দিন ধরে শৃঙ্খলাপরায়ণ হয়ে টেস্ট খেলছে। ভাল দল মানেই টেস্ট ম্যাচের প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত ভাল পারফরম্যান্স করবে। এবং শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেবে।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই চাঁচাছোলা ভাষায় ভনকে আক্রমণ করেছেন। লিখেছেন, ইংল্যান্ড ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেনি এবং ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক হিসাবে তাঁর এই পরিস্থিতিতে তাঁর নীরব থাকাই শ্রেয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)