সাংবাদিকের কাশ্মীর প্রশ্নে মিসবার জবাব, ‘পাকিস্তান সমব্যথী, এবার ক্রিকেট নিয়ে কথা বলুন’
শুক্রবার কোচ হিসেবে নতুন ইনিংস শুরু করার আগে সাংবাদিকের বাউন্সারের সামনে মিসবা উল হক।
করাচি: শুক্রবার কোচ হিসেবে নতুন ইনিংস শুরু করার আগে সাংবাদিকের বাউন্সারের সামনে মিসবা উল হক। করাচিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পাক বোর্ড কর্তৃক নবনিযুক্ত কোচ মিসবা। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়- পুলওয়ামায় জঙ্গি নাশকতার পর ভারতীয় দল সেনা টুপি পরে মাঠে নেমেছিল। কাশ্মীর ইস্যুতে কি এমন কোনও পরিকল্পনা করছে পাক দল? সাদাব হাসান ট্যুইট করে জানিয়েছেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে গোটা সিরিজের পারিশ্রমিক তিনি কাশ্মীরকে অনুদান দেবেন। এমন কোনও পরিকল্পনা কি আপনারও আছে?
Misbah-ul-Haq "the whole of Pakistan has sympathies with Kashmir - but let's talk cricket" #PAKvSL #Cricket pic.twitter.com/lAMW0c9Itd
— Saj Sadiq (@Saj_PakPassion) September 26, 2019
জবাবে নিজের স্বভাবোচিত ভঙ্গিতেই মিসবা জানান, “কাশ্মীর নিয়ে গোটা পাকিস্তান সমব্যথী। এবার ক্রিকেট নিয়ে কথা বলুন।” সম্প্রতি সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্য যে উত্তেজনা চলছে সেই পরিস্থিতিতে নতুন বিতর্কের জন্ম না দিয়ে কার্যত সাংবাদিকের প্রশ্ন এড়িয়েই গিয়েছেন তিনি।
মিসবার পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কোচ হওয়ার জন্য কোনও ম্যাজিক করিনি। কোনও নির্দিষ্ট পারিশ্রমিকের কথাও বলিনি। কেবল বলেছি, প্রাক্তন কোচকে (মিকি আর্থার) যে পারিশ্রমিক দেওয়া হত, সেটা দিলেই হবে।”