Manoj Tiwary News: রঞ্জির আগে ইডেনে ম্যাচ প্র্যাক্টিস সারলেন মনোজ, বড় জয় মোহনবাগানের
CAB 1st Div One Day Tournament: রঞ্জি ট্রফিতে তিনি খেলবেন। প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। ম্যাচ প্র্যাক্টিসও শুরু করে দিলেন মনোজ তিওয়ারি । রবিবার তাঁকে দেখা গেল ইডেন গার্ডেন্সে, মোহনবাগানের জার্সিতে।
![Manoj Tiwary News: রঞ্জির আগে ইডেনে ম্যাচ প্র্যাক্টিস সারলেন মনোজ, বড় জয় মোহনবাগানের MLA Manoj Tiwary plays local cricket for Mohun Bagan in CAB local cricket ahead of the Ranji Trophy Manoj Tiwary News: রঞ্জির আগে ইডেনে ম্যাচ প্র্যাক্টিস সারলেন মনোজ, বড় জয় মোহনবাগানের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/26/67365046919669eefde315916167810e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ম্যাচ ফিট ছিলেন না বলে তিনি ঘরোয়া ক্রিকেট মরসুমের প্রথম দুই টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি (Syed Mushtaq Ali) ও বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy)) খেলেননি। জানিয়েছিলেন, নতুনদের জায়গা দিতে চান। তবে রঞ্জি ট্রফিতে তিনি খেলবেন। প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। এবার ম্যাচ প্র্যাক্টিসও শুরু করে দিলেন মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীকে রবিবার দেখা গেল ইডেন গার্ডেন্সে, মোহনবাগানের (Mohun Bagan) জার্সিতে।
স্থানীয় ক্রিকেটে রবিবার দেখা গেল মনোজকে। সিএবি-র প্রথম ডিভিশন ওয়ান ডে টুর্নামেন্টে রবিবার ইডেনে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও বিএনআর ক্লাব। প্রথমে ব্যাট করে মোহনবাগান তুলেছিল ২৭০/৭। সুদীপ চট্টোপাধ্যায় ৫৯ বলে ৬২ রান করেন। তবে রান পাননি মনোজ। বিএনআরের নারায়ণ রানা ৪১ রানে ৪ উইকেট নেন। রান তাড়া করতে নেমে নির্ধারিত ৪৫ ওভারে ২১০/৮ স্কোরে আটকে যায় বিএনআর। তাদের হয়ে সর্বোচ্চ স্কোর অবিনাশ কুমারের। ৮৬ বলে ৬৫ রান করেন তিনি। এদিন বলও করেছেন মনোজ। তবে উইকেট পাননি। যদিও বাংলার প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, ম্যাচ প্র্যাক্টিস করার সুযোগ পেয়ে তিনি খুশি।
রবিবার হাই কোর্ট মাঠে রাজস্থান ক্লাবকে এক উইকেটে হারিয়েছে ক্যালকাটা পুলিশ ক্লাব। প্রথমে ব্যাট করে রাজস্থান ক্লাব তোলে ২১২/৫। ৮৭ বলে ৭৮ রান করেন যুবরাজ দীপক কেশওয়ানি। জবাবে ৪০.৫ ওভারে ৯ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ক্যালকাটা পুলিশ ক্লাব। অভিষেক তামাঙ্গ ৩৩ রানে ৪ উইকেট নিলেও লাভ হয়নি।
গ্রিয়ার মাঠে অঘটন ঘটিয়েছে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব। শ্যামবাজার ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে তারা। প্রথমে ব্যাট করে শ্যামবাজার মাত্র ১৩০ রানে অল আউট হয়ে যায়। সন্দীপ যাদব ৩০ রানে ৪ উইকেট নেন। জবাবে ২৭.৪ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ডালহৌসি।
কালীঘাট মাঠে নেতাজি সুভাষ ইনস্টিটিউটকে ২৮ রানে হারিয়ে দিয়েছে ওয়াইএমসিএ (কলেজ স্ট্রিট শাখা)। প্রথমে ব্যাট করে ওয়াইএমসিএ তুলেছিল ২২৫ রান। অঙ্কিত দাবাস ৩৫ বলে ৭১ রান করেন। রোহিত মণ্ডল ৩০ রানে ৫ উইকেট নেন। জবাবে ১৯৭ রানে অল আউট হয়ে যায় নেতাজি সুভাষ ইনস্টিটিউট। পবিত সিংহ সর্বোচ্চ ৬৬ রান করেন।
আরও পড়ুন: মুষ্টিযুদ্ধ হয় না, তবু কেন দিনটির নাম বক্সিং ডে?
দ্বিতীয় ডিভিশন ওয়ান ডে টুর্নামেন্টে আড়িয়াদহ স্পোর্টস ক্লাব (১৯৬, রোহিত পাল ১০১) ৯৯ রানে হারিয়েছে হাই কোর্ট ক্লাবকে (৯৭ অল আউট)। সালকিয়া ফ্রেন্ডস (২৪৪/৭, সুমন ঘোষ ১০৯ নঃ আঃ, বিশাল চৌধুরী ৩-২৮) ৯৮ রানে হারিয়েছে সত্য সন্ধিকে (১৪৬)। সেন্ট্রাল ক্যালকাটা স্পোর্টিং (২৮৪, চন্দন দেওয়ান ৬২, তীর্থঙ্কর দেওয়াসি ৫-৩৫) ১০১ রানে হারিয়েছে বানী নিকেতনকে (১৮৩)। ইয়ং বেঙ্গল (৩২৩/৭, সায়ন মাইতি ৮১, অঙ্কিত সোনি ৩-২৮) ৬২ রানে হারিয়েছে অ্যামেচার ক্রিকেট ক্লাবকে (২৬১/৯)। হোয়াইট বর্ডার (২১৯/৬, অমৃত নন্দী ৮৮) ৩ উইকেটে হেরে গিয়েছে বেহালা ফ্রেন্ডসের (২২০/৭) কাছে। ক্রিকেট ক্লাব অফ ভবানীপুর (২৩৫/৭, প্রীতম বসাক ৭০, অরিজিৎ মুখোপাধ্যায় ৫-৩০) ৫২ রানে হারিয়েছে শরৎ সমিতিকে (১৮৩)।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)